২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার বীর বাল দিবস। শিখদের দশম গুরু গোবিন্দ সিংয়ের পাঁচ এবং আট বছর বয়সি সন্তান সাহেবজাদাদের শহিদ হওয়ার স্মরণে, এই দিনটি ‘বীর বাল দিবস’ হিসাবে পালন করা হয়। এই বিশেষ দিবসের মূল উদ্দেশ্য হল সাহেবজাদাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানানো। নয়াদিল্লির ভারত মণ্ডপে, প্রায় সাড়ে তিন হাজার শিশুদের নিয়ে বৃহস্পতিবারের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোদী। দেশকে ভালোবেসে দেশের জন্য সাহেবজাদাদের শহিদ হওয়ার স্মরণে এদিন মোদী বলেন, দেশের থেকে বড় কিছু নেই। তাই প্রমাণ করে দিয়েছেন সাহেবজাদারা।