Updated: 05 May 2020, 08:04 PM IST
HT Bangla Correspondent
১৯৯৯ সালে কার্গিলে তাঁর রিপোর্টিং নজর কেড়েছিল সারা দেশের। তখন থেকেই সাংবাদিকতার জগতে একটি প্রতিষ্ঠান হলেন বরখা দত্ত। সুদীর্ঘ দুই দশক ধরে তিনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন খবর। অনেক সময়ই পাদপ্রদীপের নিচের অন্ধকারটি সামনে আনছেন তিনি। 100 Hours 100 Stars অনুষ্ঠানে অংশ নিয়ে এবার আর সাক্ষাত্কার নিলেন না, বরং রেডিও জকি পীযূষের প্রশ্নের উত্তর দিলেন। তাঁর পেশাদারি জীবনের গ্রাফ তো সবার জানা, কিন্তু কীভাবে মানুষ হিসাবে বদলেছেন তিনি। তাও জানালেন এই প্রতিথযশা সাংবাদিক। দেখুন ইন্টারভিউয়ের একাংশ।