বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: 'মহারাজকীয়' নৈশভোজে সৌরভের বাড়িতে অমিত শাহ! বাঙালি মেনুতে হল আপ্যায়ন
Updated: 07 May 2022, 09:54 PM IST
লেখক Sritama Mitra
অপেক্ষা ছিলই। বেহালার বুকে সময়মতো ঢুকে গেল কেন্দ্র... more
অপেক্ষা ছিলই। বেহালার বুকে সময়মতো ঢুকে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয়। নৈশভোজে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে আমন্ত্রিত অমিত শাহ। গেট থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পুষ্পস্তবকে সাদরে আপ্যায়ন করলেন সৌরভ। নিজের হাতে খাবার পরিবেশনে ছিলেন সৌরভ জায়া ডোনা গঙ্গোপাধ্যায়। অমিত শাহের পাশে বসে নৈশভোজ করলেন সৌরভও। সঙ্গে ছিলেন বহু বিশিষ্টরা। ছিলেন সৌরভের পরিবারের সদস্যরাও। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ স্বপন দাশগুপ্তের মতো বিজেপি নেতারা৷ মহারাজের বাড়িতে আজ 'শাহি' আপ্যায়নে নৈশভোজে ছিল ভাত, রুটি, লুচি, বেগুন ভাজা, ডাল মাখনি, আলুর দম, ভেজিটেবল কাটলেট। এছাড়াও ছিল ধোকার ডালনা, পনির, দই, রসগোল্লা এবং কাজু বরফি।
এদিনের সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ হিসাবে দাবি করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও অমিত শাহ দুই পক্ষই।