বাংলা নিউজ >
দেখতেই হবে >
Viral Video: অল্পের জন্য রক্ষা! স্কুটিকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার মুখে কেরলের CMর কনভয়
Updated: 30 Oct 2024, 12:10 AM IST
Sritama Mitra
অল্পের জন্য কোনওক্রমে রক্ষা পেলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। রাস্তায় এক স্কুটিকে বাঁচাতে গিয়ে কনভয়ের পর পর গাড়ি একে অপরকে ধাক্কা মারে। আর তার জেরেই দুর্ঘটনা। জানা গিয়েছে, পাঁচটি এসকর্ট গাড়ি ও একটি অ্যাম্বুল্যান্স নিয়ে মুখ্যমন্ত্রী কোট্টায়াম থেকে তিরুঅনন্তপুরম ফিরছিলেন বিজয়ন। তবে জানা গিয়েছে, দুর্ঘটনায় কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কোনও চোট পাননি।