চুপিসাড়ে সাত পাকে বাঁধা পড়লেন দিয়া-বৈভব, দেখুন বিয়ের অন্দরের ভিড়িয়ো
Updated: 16 Feb 2021, 07:26 PM IST লেখক Priyanka Mukherjee - চুপিসাড়েই বিয়ের পর্ব সারলেন অভিনেত্রী দিয়া মির্জা। তবে সোমবার বিয়ের অনুষ্ঠান শেষে স্বামী বৈভব রেখির হাত ধরে সংবাদমাধ্যমের সামনে আসেন এই বলি নায়িকা। লাল টুকটুকে শাড়িতে কনের সাজে ভারি মিষ্টি লাগল দিয়াকে। ২০১৯-এর অগস্ট মাসে সাহিল সঙ্ঘার সঙ্গে পাঁচ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন দিয়া। পুরোনো স্মৃতি দূরে সরিয়ে নতুন জীবনের পথে পা বাড়ালেন অভিনেত্রী। এদিন ভারি সিল্কের লাল শাড়ি পরেছিলেন কনে, সঙ্গে সোনালি জরির কাজ করা চওড়া পার। গলা ভর্তি কুন্দনের হার। লাল শাড়ির সঙ্গে কনট্রাস্ট বজায় রেখে দিয়ার গয়নায় সবুজ পাথরের ব্যবহার চোখে পড়ল।দিয়ার হ্যান্ডসাম বর বৈভব রেকি এদিন পরেছিলেন সাদা বন্ধগলা। সঙ্গে মাথায় সোনালি রঙের পাগরি।এদিন দিয়া-বৈভবের জাঁকজমকহীন বিয়ের আসরে নায়িকার কাছের বলিউডি বন্ধুরা হাজির ছিলেন। পৌঁছেছিলেন অদিতি রাও হায়দারি, জ্যাকি ভাগনানিরা।বিয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভকামনা বিনিময় করেন অভিনেত্রী। মিষ্টি পরিবেশন করতেও দেখা গেল সদ্য বিবাহিতা দিয়া মির্জাকে।
Updated: 08 Jun 2025, 06:48 PM IST
Updated: 06 Jun 2025, 10:44 PM IST
Updated: 06 Jun 2025, 08:11 PM IST
Updated: 06 Jun 2025, 03:23 PM IST
Updated: 05 Jun 2025, 09:50 PM IST
Updated: 05 Jun 2025, 10:37 AM IST
Updated: 05 Jun 2025, 10:34 AM IST
Updated: 29 May 2025, 09:50 PM IST
Updated: 28 May 2025, 10:37 PM IST
Updated: 28 May 2025, 09:14 PM IST