রথযাত্রার দিনে তারাপীঠের রথে বসেন স্বয়ং মা তারা, কেমন সেই দৃশ্য? দেখুন ভিডিয়ো
বীরভূমের তারাপীঠে দুই বছর পর ফের রথে অধিষ্ঠাত্রী হলেন মা তারা। করোনা অতিমারি কাটিয়ে তাই এবার তারাপীঠে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। আষাঢ়ের শুক্লপক্ষে দেশের বাকি অংশের রথযাত্রার থেকে এখানের রথযাত্রা খানিকটা আলাদা। জানা যায়, তারাপীঠের বিখ্যাত সাধক দ্বিতীয় আনন্দনাথ তারাপীঠের রথের প্রচলন করেছিলেন। সেই সময় একটি পিতলের রথ তৈরি করা হয়েছিল। সেই রথেই আজও মা তারাই এখানের রথের অধিষ্ঠাত্রী।