বাংলা নিউজ >
দেখতেই হবে >
'আমায় কম্প্রোমাইজের সিনেমা করতে হত, যদি না...' সাফ কথা তথাগত মুখোপাধ্যায়ের
Updated: 22 Aug 2024, 09:27 AM IST
Sayani Rana
বাংলা ছবির পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিতর্কের শেষ নেই। তবে এ কথা অনেকাংশেই সত্যি যে বাংলা ছবিকে রাজ্যেই এখনও হল পেতে হিন্দি ছবির সঙ্গে রীতিমতো লড়াই করতে হয়। পাশাপাশি ছবির স্যাটেলাইট স্বত্বের দামও যত দিন যাচ্ছে তত কমছে। তাছাড়া এই ক্ষেত্রে ফেস ভ্যালুরও বেশ বড় একটা প্রভাব রয়েছে। অন্যদিকে, আবার ওটিটিতে ছবি মুক্তির ক্ষেত্রেও রয়েছে একাধিক ‘শর্ত’। এই অবস্থায় দর্শকের কাছে নিজের ছবিকে পৌঁছে দিতে আর পাঁচজন সতন্ত্র ছবি নির্মাতাদের মতো পরিচালক অভিনেতা তথাগত মুখোপাধ্যায় ও তাঁর টিম বেছে নিলেন ইউটিউব মাধ্যমকেই। তা নিয়ে কী বললেন পরিচালক? বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।