বুধবার ভোরে কুয়াশা এবং শীতকে উপেক্ষা করে গঙ্গাসাগরে স্নান করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এরপর কপিলমুনির আশ্রমে গিয়ে পুজো দেন মেদিনীপুরের সাংসদ। উল্লেখ্য, গতকালই গঙ্গাসাগরে পৌঁছেছিলেন দিলীপ ঘোষ। সেখানে রাত্রিবাস করেন তিনি। এই আবহে আজ ভোরের আলো ফুটতে না ফুটতেই তোয়ালে জড়িয়ে খালি গায়েই গঙ্গাসাগরে স্নান করতে পৌঁছে যান। ঠান্ডার তোয়াক্কা না করে জলে নেমে পড়েন তিনি।