Updated: 25 Apr 2022, 10:29 PM IST
লেখক Sritama Mitra
মুম্বইতে লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড ঘিরে রবিব... more
মুম্বইতে লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড ঘিরে রবিবার সন্ধ্যায় ছিল চাঁদের হাট। মঙ্গেশকর পরিবারের সদস্যের পাশাপাশি বহু সঙ্গীতজ্ঞরা সেখানে ছিলেন উপস্থিত। আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদীও। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে প্রথম 'লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার'-এ ভূষিত করা হয়। সেই আসরে লতা মঙ্গেশকরের বোন তথা সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে দিদির স্মৃতিচারণায় প্রকাশ্যে আসে এক অজানা কাহিনি। তিনি বলেন, এক প্রডিউসারের কথা, যিনি চানানি 'বালিকা' লতা তাঁর ফিল্মে গায়িকা হয়ে আসেন। এরপর কী ঘটেছিল তা উঠে এল আশা ভোঁসলের স্মৃতি চারণায়। তিনি জানান লতা মঙ্গেশকরের এক যুদ্ধ জয়ের কাহিনি।