বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই সময়ে ভূমি পুত্র মঙ্গল কন্যা রাশিতে অবস্থিত। শীঘ্রই মঙ্গলের চাঁদের সঙ্গে সংযোগ হতে চলেছে। এই সংযোগকে চন্দ্র-মঙ্গল যোগ বলা হয়। এই সংযোগ ১২টি রাশিকে প্রভাবিত করবে, তবে ৩ রাশি বিশেষ করে এর দুর্দান্ত লাভ পাবে। আসুন জেনে নিই এ সম্পর্কে।