Fraud Alert: কেউ ‘ভুল’ করে টাকা পাঠিয়ে ফেরত চাইছে? সাবধান! সর্বস্ব হারাতে পারেন, কী করবেন? Updated: 24 Mar 2023, 06:47 PM IST Soumick Majumdar এই নতুন প্রতারণায় আপনার অ্যাকাউন্টে প্রথমে ইচ্ছা করে টাকা পাঠানো হবে। একেবারে অচেনা কোনও নম্বর থেকে। এরপর সেই ব্যক্তি ফোন করে আপনাকে টাকা ফেরত দিতে অনুরোধ করবে। বলবে, 'ভুল করে আপনার নম্বরে পাঠানো হয়ে গিয়েছে। দয়া করে যদি টাকাটা ফেরত পাঠান।'