তদিন ইকমার্স(আমাজন, ফ্লিপকার্ট) সাইটেরই নকল ভার্সানের কথা শোনা যেত। তবে এবার সরকারি ওয়েবসাইটের হুবহু নকল বানাতেও ছাড়ছে না প্রতারকরা।
ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা
মুখোশধারী মানুষের কথা তো শুনেছেন। কিন্তু মুখোশধারী ওয়েবসাইটের কথা জানেন? অবাক হচ্ছেন? আসলে এই 'ঘোর কলি'র যুগে সবই সম্ভব। আজকাল প্রায় নিত্যদিনই কেউ না কেউ নকল ওয়েবসাইটের ফাঁদে পড়ছেন। এতদিন ইকমার্স(আমাজন, ফ্লিপকার্ট) সাইটেরই নকল ভার্সানের কথা শোনা যেত। তবে এবার সরকারি ওয়েবসাইটের হুবহু নকল বানাতেও ছাড়ছে না প্রতারকরা।
পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট প্রদানের নাম করে ফাঁদে ফেলা হয়েছিল ১,৮০০-রও বেশি প্রবীণ নাগরিককে। আসলে বয়স্ক ব্যক্তিরা স্বাভাবিকভাবেই অনলাইন কাজকর্মে কিছুটা কম সরগড় হন। সেই সুযোগই কাজে লাগায় প্রতারণা চক্রটি। ঠিত কীভাবে প্রতারণা চলত?
পুলিশ জানিয়েছে, সরকারী পোর্টালের মতো দেখতে একটি নকল ওয়েবসাইট তৈরি করা হয়েছিল - http://jeevanpraman.online/ । জাতীয় তথ্যপ্রযুক্তি কেন্দ্র থেকে সেই বিষয়ে অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে পুলিশ।
এই ওয়েবসাইটের বেশিরভাগ ছবি, লেখা কপি করা হয়েছিল আসল সরকারি পোর্টাল থেকে। এদিকে এই ওয়েবসাইটের মাধ্যমে লাইফ সার্টিফিকেট প্রদানে বিনিময়ে তারা টাকা চার্জ করত। বলাই বাহুল্য, সেই লাইফ সার্টিফিকেট ভুয়ো।
আসল জীবন প্রমাণ ভারত সরকারের একটি উদ্যোগ। ২০১৪ সালে চালু হয়েছিল। এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং অন্যান্য সরকারি সংস্থার প্রায় এক কোটি পেনশনভোগীদের বায়োমেট্রিক-এনাবেলড ডিজিটাল পরিষেবা প্রদান করা হয়।