আগামী ৩ বছরের মধ্যে EV-তে সুইচ করতে পারে কেন্দ্রীয় সরকার। আগামীদিনে কেন্দ্রীয় সরকারি ফিল্ড অফিসে নতুন গাড়ি কেনার সময়ে শুধু ইলেকট্রিকই কেনা হতে পারে। তবে পুরোটাই পরিকল্পনার স্তরে আছে। ওয়াকিবহাল মহল সূত্রে মিলেছে এমনটাই খবর।২০৭০ সালের মধ্যে নির্গমন-শূন্য দেশের লক্ষ্যে এগনোর শপথ নিয়েছে ভারত। আর সেটা বাস্তবায়িত করার অংশ হিসাবে এমন পদক্ষেপ কেন্দ্রের। পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী রাজকুমার সিং এর আগে সমস্ত কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীদের তাঁদের সরকারি গাড়ির কনভয়কে ইভি-তে রূপারন্তরিত করার অনুরোধ করেছিলেন।এদিকে যে কোনও কেন্দ্র বা রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে উচ্চপদস্থ আমলা, ভারতে সকলেই প্রায় বিশাল কনভয় নিয়ে যাতায়াত করেন। প্রধানমন্ত্রীর কনভয়তে ১০-১২টি বিলাসবহুল, বুলেটপ্রুফ SUV থাকে। এগুলি লিটারে ৪-৫ কিলোমিটার মাইলেজ দেয়। কোনও কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীও ১৫-২০টি গাড়ির কনভয় নিয়ে যাতায়াত করেন। ফলে এক্ষেত্রে নিয়ন্ত্রণ যে প্রয়োজন, তা বলাই বাহুল্য। সরকারি পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সাল নাগাদ জনসাধারণের আরও কিছুটা নাগালের কাছে আসবে ইলেকট্রিক গাড়ি। তৈরি হয়ে যাবে আরও চার্জিং, সার্ভিসিং পরিকাঠামোও।