বাংলা নিউজ > ময়দান > WTC Final 2023: এই পিচে অফ স্টাম্পের লাইন খুব গুরুত্বপূর্ণ- ওভালে অজিদের সাফল্যের রহস্য ফাঁস করলেন স্টিভ স্মিথ
পরবর্তী খবর
WTC Final 2023: এই পিচে অফ স্টাম্পের লাইন খুব গুরুত্বপূর্ণ- ওভালে অজিদের সাফল্যের রহস্য ফাঁস করলেন স্টিভ স্মিথ
1 মিনিটে পড়ুন Updated: 09 Jun 2023, 11:12 AM ISTSanjib Halder
অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ বৃহস্পতিবার বলেছেন যে তার বোলাররা ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরিবর্তনশীল বাউন্সকে কাজে লাগিয়েছে এবং ওভালের পিচে অফ স্টাম্পকে নিরলসভাবে লক্ষ্য করে চলেছে যার সুফল তারা পেয়েছে।
রবীন্দ্র জাদেজাকে আউট করার পরে টিম ইন্ডিয়া (ছবি-এএফপি)
অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ বৃহস্পতিবার বলেছেন যে তার বোলাররা ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরিবর্তনশীল বাউন্সকে কাজে লাগিয়েছে এবং ওভালের পিচে অফ স্টাম্পকে নিরলসভাবে লক্ষ্য করে চলেছে যার সুফল তারা পেয়েছে। ওভালে অস্ট্রেলিয়ার থেকে আরও ৩১৮ রানে পিছিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় দিনে পাঁচ উইকেটে ১৫১ রান করেছে টিম ইন্ডিয়া এবং নিজেদের বড় সমস্যায় মধ্যে ফেলেছে রোহিত অ্যান্ড কোম্পানি।
শুভমন গিল এবং চেতেশ্বর পূজারার স্টাম্প উড়িয়ে দিয়েছেন অজি বোলাররা। সেই বলে কোনও শট খেলার সুযোগ পাননি পূজারা ও গিল। অন্যদিকে বিরাট কোহলি আউট হয়েছেন মিচেল স্টার্কের কাছ থেকে পাওয়া একটি অসাধারণ ডেলিভারি। যার জবাব কোহলির কাছে ছিল না। আসলে ভারতের তুলনায় অস্ট্রেলিয়ানদের এগিয়ে থাকার কারণ হল এই ম্যাচে অস্ট্রেলিয়ান পেসাররা ভারতীয় বোলারদের চেয়ে ভালো লাইন ও লেন্থে বোলিং করে গিয়েছেন এবং উইকেট পেতে সফল হয়েছেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে দ্বিতীয় দিনের ম্যাচ শেষে স্টিভ স্মিথ বলেন, ‘আমি মনে করি এই পিচে অফ স্টাম্পের লাইন গুরুত্বপূর্ণ। আমরা স্পষ্টতই কিছুটা পরিবর্তনশীল বাউন্স এবং কিছুটা সীম মুভমেন্ট দেখেছি। তাই আমরা যদি স্টাম্পের শীর্ষে যতটা সম্ভব চ্যালেঞ্জ করা যায় ততটাই ভালো। আমি মনে করি বল করার এটাই সঠিক জায়গা।’
স্টিভ স্মিথ আরও বলেন, ‘আপনি অবশ্যই সেখান থেকে আউট সাইড এডজ পেতেই পারেন। যদি এটি বাইরের দিকে সিম করে এবং বাউন্স করে বল টেক অফ করে, যা কয়েকটা দেখা গিয়েছে। এবং তারপরে প্যাড এবং স্টাম্পগুলি সেইগুলির সঙ্গে খেলা যেই বল গুলি নীচু হয় বা সীম ব্যাক করে। তাই আমার নে হয় এই সহজ কাজটা আমাদের ধরে রাখা দরকার।’
ম্যাচের দ্বিতীয় দিনে নিজের ব্যাটিং প্রসহ্গে কতা বলতে গিয়ে স্মিথ বলেন, দিনের শুরুতে তিনি যেমন বল আশা করেছিলেন তেমনটাই পেয়েছিলেন। সেই কারণে তাঁর একশোতে পৌঁছেতে চাপ হয়নি। স্মিথ বলেছেন, ‘আমি যেভাবে খেলেছি তাতে আমি গর্বিত ছিলাম। আমি ভেবেছিলাম আমি নিজেকে সুন্দরভাবে প্রয়োগ করেছি। হ্যাঁ, আমি এখানে এবং এই খেলাটি উপভোগ করেছি। এখানে আবার কিছু স্কোর করতে পেরে ভালো লাগলো।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।