৪ মার্চ থেকে মুম্বইয়ে শুরু হতে চলেছে উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগ। তার আগে সবার নজর উব্লিউপিএল-এর ক্রিকেটার নিলামের দিকে। জেনে নেওয়া যাক উইমেন্স প্রিমিয়র লিগের প্লেয়ার অকশনের খুঁটিনাটি।
কবে, কোথায় অনুষ্ঠিত হবে নিলাম:-১৩ ফেব্রুয়ারি মুম্বইয়ে বসবে নিলামের আসর। নিলাম শুরু হবে দুপুর ২টো ৩০ মিনিট থেকে।
নিলামের জন্য কত টাকা হাতে থাকছে প্রতি দলের:-দল গড়ার জন্য প্রতিটি ফ্র্য়াঞ্চাইজি ১২ কোটি টাকা খরচ করতে পারবে।
কত জনের দল গড়তে হবে:-প্রতিটি দল কমপক্ষে ১৫ জন ক্রিকেটারের স্কোয়াড গড়ে নিতে পারবে। সর্বাধিক ১৮ জনের স্কোয়াড গড়া যাবে। সহযোগী দেশের ক্রিকেটার-সহ সর্বাধিক ৭ জন বিদেশি ক্রিকেটার দলে নেওয়া যাবে।
ক্রিকেটারদের বেস প্রাইস কত:-ঘরোয়া ক্রিকেটারদের বেস প্রাইস ১০ ও ২০ লক্ষ টাকা। আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকাদের বেস প্রাইস ৩০, ৪০ ও ৫০ লক্ষ টাকা।
কতজন ক্রিকেটার নিলামের জন্য নাম জমা দেন:-মোট ১৫২৫ জন ক্রিকেটার প্রাথমিকভাবে উইমেন্স প্রিমিয়র লিগের নিলামের জন্য নাম নথিভুক্ত করান।
আরও পড়ুন:- WPL 2023 Auction: শেফালি-হরমনপ্রীতদের সঙ্গে নিলামে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা বেস প্রাইস বাংলার রিচারও, দেখে নিন তালিকা
কতজন ক্রিকেটারকে নিলামে তোলা হবে:-বাছাই করার পরে মোট ৪০৯ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। মোট ২৪৬ জন ভারতীয় ক্রিকেটার নিলামে অংশ নেবেন। বিদেশি ক্রিকেটার রয়েছেন ১৬৩ জন, যাঁদের মধ্যে আইসিসির সহযোগী দেশের ক্রিকেটার রয়েছেন ৮ জন।
কতজন ঘরোয়া ও কতজন আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকা নিলামে উঠবেন:-২০২ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকাকে নিলামে তোলা হবে। ঘরোয়া ক্রিকেটার রয়েছেন ১৯৯ জন। সেই সঙ্গে ৮ জন সহযোগী দেশের ক্রিকেটার তো রয়েছেনই।
কতজন ক্রিকেটার দল পেতে পারেন:-৫টি দলে সর্বোচ্চ ৯০ জন ক্রিকেটার জায়গা পেতে পারেন, যাঁদের মধ্যে ৩০ জন বিদেশি ক্রিকেটার দল পেতে পারেন নিলাম থেকে।
আরও পড়ুন:- ICC POTM: জানুয়ারির সেরা ক্রিকেটারের লড়াইয়ে জোর টক্কর দুই ভারতীয় তারকার, দৌড়ে রয়েছেন কনওয়েও
৪০ ও ৫০ লক্ষ টাকার ক্যাটাগরিতে কতজন করে ক্রিকেটার রয়েছেন:-সর্বোচ্চ ৫০ লক্ষ টাকার বেস প্রাইসের তালিকায় রয়েছেন ২৪ জন ক্রিকেটার। ৪০ লক্ষ টাকা বেস প্রাইসের তালিকায় রয়েছেন ৩০ জন ক্রিকেটার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।