প্রথম মহিলা প্রিমিয়ার লিগের শিরোপা জিতে ইতিহাস লিখলেন মুম্বই ইন্ডিয়ান্সের মেয়েরা। মেগা ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারাল হরমনপ্রীত কৌরের দল। রবিবার ব্রেবোর্নে ফাইনাল ম্যাচে মূলত দিল্লির ব্যাটিং ব্যর্থতাই তাদের হারের জন্য দায়ী।
ম্যাচের পর দিল্লির অধিনায়ক মেগ ল্যানিংও হারের জন্য তাদের ব্যাটিং ব্যর্থতাকেই দুষেছেন। অস্ট্রেলিয়ার হয়ে দু’টি ৫০ ওভারের বিশ্বকাপ এবং পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক এই হারের পর কিছুটা মুষড়েই পড়েছেন। তবে মুম্বইকে কৃতিত্ব দিয়ে তিনি বলেছেন, ‘আমরা জিততে মরিয়া ছিলাম, তবে পুরো কৃতিত্ব দিতে হবে মুম্বইকে। তাদের এটা প্রাপ্য। কিন্তু আমাদের টিমের প্রচেষ্টাকেও পুরো কৃতিত্ব দিতে হবে। আমরা আসলে সত্যিই কোনও লক্ষ্য নির্ধারণ করিনি। আমদের আরও কিছু রান করা দরকার ছিল। আমরা আমাদের সেরা ব্যাটিং করিনি।’
আরও পড়ুন: হরমনরা জিতলেন, আর মাঠেই সেলিব্রেশনের বাঁধ ভাঙল রোহিত-সূর্যদের- ভিডিয়ো
তবে ব্যাটাররা না পারলেও, বোলাররা কিন্তু লড়াই করেছিল। মাত্র ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে মুম্বই। মুম্বইয়ের ব্যাটারদের বেশ লড়াই করেই জিততে হয়। তবে মেগ স্বীকার করে নিয়েছেন, হরমপ্রীত কৌর এবং ন্যাট সিভার-ব্রান্টের পার্টনারশিপই ম্যাচের রং বদলে দেয়। তিনি বলেন, ‘বোলাররা খুব ভালো লড়াই দিয়েছিল। আমরা প্রথম ১০ ওভারে ভালো বল করেছি। প্রথম দিকে উইকেট পেয়েছিলাম। কিন্তু হরমনপ্রীত এবং সিভার-ব্রান্ট খেলার মোড় ঘুরিয়ে দেয়। ওরা খুব ভালো ব্যাটিং করেছিল।’
দিল্লির হয়ে ব্যাট হাতে কিছুটা ভরসা জুগিয়েছিলেন মেগই। ২৯ বলে ৩৫ রান করেন ডিসি-র অধিনায়ক। তিনি বলছিলেন, ‘আমি স্পিন খেলা উপভোগ করেছি। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে এই অভিজ্ঞতা হওয়াটা উপভোগ করেছি।’
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং। যিনি আবার অস্ট্রেলিয়ার হয়ে দু’টি ৫০ ওভারের বিশ্বকাপ এবং পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। কিন্তু এ দিন তাঁর দলের ব্যাটারদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। যার জেরে প্রথম ইনিংসের পরেই কিছুটা চাপে পড়েছিল দিল্লি।
আরও পড়ুন: অনুশীলনে যোগ বিরাটের, কোহলি-কোহলি শব্দব্রহ্মে কাঁপল চিন্নাস্বামী- ভিডিয়ো
মেগ ল্যানিং ছাড়া দিল্লির কোনও ব্যাটারই ক্রিজে দাঁড়াতে পারছিলেন না। ৩৫ রানের মধ্যে তিন উইকেট হারায় দিল্লি। ইসি ওং একাই তিন উইকেট তুলে চাপে ফেলে দেন দিল্লিকে। তবে মেগ ২৯ বলে ৩৫ রান করে কিছুটা লড়াই চালান। তিনি যখন আউট হন তখন দিল্লির স্কোর ৭৪/৫। এর পরেই দিল্লির ব্যাটিং হুড়মুড় করে ভেঙে পড়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।