প্রায় দেড় দশকের স্বপ্নপূরণ হতে চলেছে। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় অনুমোদন পেয়ে গেল মহিলা আইপিএল। অর্থাৎ মহিলা আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে।
আরও পড়ুন: বুমরাহের চোট থেকে পিচের হাল, দায়িত্ব নিয়েই কড়া কথা বললেন BCCI সভাপতি রজার বিনি
মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের ৯১ তম বার্ষিক সাধারণ সভার শেষে সংক্ষিপ্ত একটি বিবৃতিতে বলা হয়, 'মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের ক্ষেত্রে অনুমোদন দিয়েছে (বোর্ডের) সাধারণ সভা।' তবে মহিলা আইপিএলে কতগুলি দল থাকবে, কোন সময় খেলা হবে, সে বিষয়ে বিস্তারিতভাবে আপাতত বোর্ডের তরফে জানানো হয়নি।
এমনিতে ২০২৩ সাল থেকে যে মহিলা আইপিএল হতে চলেছে, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। গত মাসে রাজ্য সংস্থাগুলিকে লেখা চিঠিতে সৌরভ বলেছিলেন, ‘দীর্ঘ প্রতীক্ষিত মহিলা আইপিএল নিয়ে কাজ করছে বিসিসিআই। আগামী বছরের শুরুতেই প্রথম মরশুম শুরু করার বিষয়ে আশা করছি।’ সেই চিঠি পাঠানোর এক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে মহিলা আইপিএলে সিলমোহর পড়ে গেল।
আরও পড়ুন: BCCI AGM: পদ গেলেও অক্ষুণ্ণ গরিমা, রজার বিনির প্রতি শুভেচ্ছাবার্তায় মন জয় সৌরভের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।