সাম্প্রতিক সময়ে ভারতের দুই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কন্যা জিভা এবং বিরাট কোহলির কন্যা ভামিকাকে বাজে ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে। তবে বিষয়টিকে একেবারেই ভালোভাবে নেয়নি দিল্লির মহিলা কমিশন। তাদের প্রধান স্বাতী মালিওয়াল পুলিশকে ট্রোলারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।
দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল (ছবি-টুইটার)
শুভব্রত মুখার্জি: সোশ্যাল মিডিয়ার যুগে ট্রোল বা কটাক্ষ অন্যতম বড় সমস্যা। বাচ্চা থেকে বুড়ো কেউ বাদ পড়েন না ট্রোলারদের শিকার হতে। সেলিব্রিটি বা সেলিব্রিটি সন্তান হলে তো কথাই নেই। সাম্প্রতিক সময়ে ভারতের দুই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কন্যা জিভা এবং বিরাট কোহলির কন্যা ভামিকাকে বাজে ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে। তবে বিষয়টিকে একেবারেই ভালোভাবে নেয়নি দিল্লির মহিলা কমিশন। তাদের প্রধান স্বাতী মালিওয়াল পুলিশকে ট্রোলারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।
মালিওয়ালের তরফে সোশ্যাল মিডিয়াতে দুটি কটাক্ষের ঘটনার স্ক্রিনশট তুলে ধরা হয়েছে। যদিও তিনি ছবিগুলোকে আবছা করে দিয়েছেন। এরপর তিনি লেখেন, ‘টুইটারে কিছু কিছু অ্যাকাউন্ট থেকে অত্যন্ত খারাপ মন্তব্য করা হচ্ছে দেশের অন্যতম দুই সেরা ক্রিকেটার বিরাট কোহলি এবং ধোনির কন্যার বিষয়ে।’ তাঁর স্পষ্ট বক্তব্য কি করে কেউ একজন ২ বছর বয়সি (ভামিকা) এবং ৭ বছর বয়সির (জিভা) বিষয়ে এমন খারাপ খারাপ মন্তব্য করতে পারে? তাঁর বক্তব্য , ‘আপনি যদি একজন ক্রিকেটারকে অপছন্দ করেন তাহলে আপনি তাঁর কন্যার বিষয়ে এমনভাবে খারাপ মন্তব্য করবেন?’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।