শনিবার থেকে করাচিতে পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যে তৃতীয় ম্যাচ শুরু হয়েছে এবং প্রথম দিনেই স্বাগতিক দল ভেঙে পড়েছে। পাকিস্তান প্রথম ইনিংসে মাত্র ৩০৪ রান করতে পারে। দলের অধিনায়ক বাবর আজমের ইনিংস তাকে এখানে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাবর যেভাবে ব্যাটিং করছিলেন তাতে মনে হচ্ছিল তিনি সেঞ্চুরি পূর্ণ করবেন, কিন্তু সতীর্থের ভুলের কারণে বাবর আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
আউট হওয়ার আগে বাবর আজম তার টেস্ট ক্যারিয়ারে ২৫তম হাফ সেঞ্চুরি করেছিলেন। এই ম্যাচটি তার ক্যারিয়ারের ১০০তম আন্তর্জাতিক ম্যাচ। তিনি তার ১০০তম ম্যাচে সেঞ্চুরির কাছাকাছি ছিলেন কিন্তু সেটি তিনি মিস করেন। এখন দ্বিতীয় ইনিংসে এই কাজটি করার সুযোগ পাবেন পাক নেতা।
আরও পড়ুন… ভিডিয়ো: অসাধারণ ক্যাচ দেখে দর্শকরাও অবাক! আবারও নজরে এগরের ফিল্ডিং
তবে এদিন সতীর্থ আঘা সলমনের সঙ্গে ব্যাট করছিলেন বাবর। পাকিস্তানের ইনিংসের ৫৯তম ওভার চলছিল। নিজের প্রথম টেস্ট ম্যাচ খেলা তরুণ লেগ স্পিনার রেহমান আহমেদ এই ওভারগুলো করছিলেন। আহমেদ মিডল ও অফে একটি ফুল লেন্থ বল করেন, যেটি সলমন মিডউইকেটের দিকে খেলেছিলেন। এরপরে সলমন ছুঁটতে চেয়েছিলেন এবং এগিয়ে আসেন, কিন্তু তারপর থামেন এবং আবার দৌড় দেন। সলমনকে দেখে বাবরও বিভ্রান্ত হয়ে পড়েন। সেও কিছুক্ষণ থেমে যান। বাবর ১২৩ বল মোকাবেলা করে নয়টি চারে ৭৮ রান করেছিলেন।
আরও পড়ুন… পদ যাচ্ছে রামিজের? জোর জল্পনা PCB-র অন্দরমহলে