অস্ট্রেলিয়ার কাছে চলতি মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হারলেও ভারতের সার্বিক পারফর্ম্যান্স নিয়ে তেমন একটা ক্ষোভ নেই ভারতীয় ক্রিকেটমহলে। যদিও হরমনপ্রীতরা প্রত্যাশা পূরণ করতে না পারায় হতাশ সকলেই। বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের ফিল্ডিংয়ের মান ও ফিটনেস নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তবে ভরতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন ডায়না এডুলজি যেভাবে তীব্র আক্রমণ শানালেন হরমনপ্রীতদের উদ্দেশ্যে, তা এককথায় নজিরবিহীন।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে হরমনপ্রীতদের সামলোচনায় চোখা চোখা শব্দ ব্যবহার করেন এডুলজি। ক্রিকেটারদের ফিটনেস নিয়ে তো বটেই, এমনকি ভারতীয় দলের তারকা প্রথা নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। তীব্র কটাক্ষ করে এডুলজি বলেন, ‘ওদের ডান্ডা দেওয়া দরকার।’
এডুলজির কথায়, ‘সিনিয়র (মহিলা) দলের থেকে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের অনেক বেশি ফিট মনে হয়েছে আমার। ওরা ফাইনালে খেই হারায়নি। ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত (সিনিয়র দলের) সেই এক পুরনো গল্প। বিসিসিআইয়ের উচিত ক্রিকেটারদের ফিটনেসের যথাযথ মূল্যায়ন করা। আমি জানি মেয়েদের জন্য ইয়ো ইয়ো টেস্ট অত্যন্ত কঠিন। ১৫ জনের মধ্যে ১২ জন ফেল করবে। তবে দলের ফিটনেসের মান বাড়ানোর জন্য যথাযথ একটা মানদণ্ড দরকার। এই মুহূর্তে তেমন কোনও বাধ্যবাধকতা নেই।’
প্রাক্তন তারকা আরও বলেন, ‘(বিশ্বকাপের সেমিফাইনালে হারের পরে) সব কিছু ঢেলে সাজানো দরকার। সবার আগে ওদের ফিটনেস বাড়াতে হবে। ফিল্ডিং, ক্যাচিং, রানিং বিটুইন দ্য উইকেটে বিস্তর উন্নতি করতে হবে। পায়ে শক্তি না থাকলে তুমি দৌড়তে পারবে না। ওদের যথাযথ ডান্ডা দেওয়া দরকার। সম বেতন-সহ বিসিসিআইয়ের কাছ থেকে তোমরা সব পাচ্ছ। প্রতিবার তোমরা জেতা ম্যাচ হেরে ঘরে ফিরছ। এটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। বিসিসিআয়ের কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। খেলোয়াড়দের কথায় মাথা নোয়ালে চলবে না। ভবিষ্যতের জন্য যথাযথ পরিকল্পনা দরকার। অনেক হয়েছে এই তারকা প্রথা। এই ভাবে কাজ চলতে পারে না।’
উল্লেখ্য, বিশ্বকাপের সেমিফাইনালে হারের জন্য ভারতের খারাপ ফিল্ডিং যে অনেকটা দায়ি, সেটা অস্বীকার করবেন না কেউই। একাধিক সহজ ক্যাচ ফেলা ছাড়াও মিস ফিল্ডে বিস্তর রান গলিয়েছেন ভারতীয় ফিল্ডাররা। ফিল্ডিং কোনও দলের খেলায় কতটা তফাৎ গড়ে দিতে পারে, দ্বিতীয় সেমিফাইনালে সেটা বুঝিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি দুরন্ত ফিল্ডিংয়ের জন্য ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারাতে পেরেছে দক্ষিণ আফ্রিকা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।