
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পহেলগাঁও নিয়ে রাষ্ট্রসংঘে জোরদার কূটনীতি শুরু ভারতের। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ৭ অস্থায়ী সদস্য দেশের সঙ্গে সদ্য পহেলগাঁও ইস্যুতে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। এদিকে, ভারত পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্টনিও গুয়েতেরেসের ফোনও আসে জয়শংকরের কাছে। গুয়েতেরের ফোন গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছেও। দুই দেশকেই তিনি ‘ডিএসকালেশন’র জন্য আহ্বান করেন।
জানা গিয়েছে, জয়শংকর কথা বলেছেন, অলজেরিয়া, গায়না, স্লোভেনিয়া, পানামা, সিয়েরা লিওন, সোমালিয়ার মতো দেশের সঙ্গে। সেখানে তিনি পহেলগাঁওতে জঙ্গি হানার ঘটনার কথা উল্লেখ করে আলোচনা করেন দেশগুলির সঙ্গে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ময়দানে ভারতের অবস্থান জোরালোভাবে তুলে ধরতেই কি কূটনৈতিক পিচ প্রস্তুতি শুরু দিল্লির? সেখানে পাকিস্তানকে কোণঠাসা করতেই কি এই পদক্ষেপ? এমনই সব প্রশ্ন, জল্পনা উঠে আসছে জয়শংকরের এই ৭ দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে কথপোকথন ঘিরে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পাকিস্তানও। সেই জায়গা থেকে ইসলামাবাদকে কূটনৈতিক চাপে রাখতেই কি এই কৌশল ভারতের? রাষ্ট্রসংঘের ওই মঞ্চে পহেলগাঁও ইস্যুতে আলোচনা হবে কি না, তা ভবিষ্যৎই বলবে। তবে, আপাতত এই ৭ দেশের সঙ্গে ভারতের আলোচনা কূটনৈতিক আঙিনায় বেশ তাৎপর্যপূর্ণ ঘটনা।
( ২০২৫ অক্ষয় তৃতীয়া পার হলেই মহালক্ষ্মী যোগ! মে মাসের শুরু থেকেই কাদের টাকার ভাগ্য হাঁকাবে ছক্কা?)
( মেছুয়া বাজারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪! আহত একাধিক, তদন্ত শুরু)
( অক্ষয় তৃতীয়ায় জোড়া রাজযোগ! গজকেশরী, মালব্য যোগে সাফল্যের জোয়ার আসছে, লাকি মীন সর কারা?)
তথ্য বলছে, এই ৭ দেশের সঙ্গে ফোনের কথপকথনের জেরে জয়শংকর সন্ত্রাসের বিরুদ্ধে দিল্লির ‘জিরো টলারেন্স’র কথা বলেছেন। সেখানে তিনি ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে' তিনি সকলের সমর্থন চেয়েছেন। সকলকেই তিনি পহেলগাঁও হানা নিয়ে নিন্দা করার জন্য ধন্যবাদও জানিয়েছেন। এর আগে ২৫ এপ্রিল এক বিবৃতিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের তরফে পহেলগাঁও হানার কড়া নিন্দা করা হয়।
এদিকে, রাষ্ট্রসংঘের প্রধানের তরফে ফোন আসে জয়শংকরের কাছেও। সেই ফোন নিয়ে জয়শংকর এক পোস্টে জানান,' রাষ্ট্রসংঘের জেনারেল সেক্রেটারি অ্যান্টনিও গুয়েতারেসের পোন পেয়েছি। পহেলগামে সন্ত্রাসী হামলার দ্ব্যর্থহীন নিন্দার জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করছি। জবাবদিহিতার গুরুত্বের সাথে একমত। ভারত দৃঢ়প্রতিজ্ঞ যে এই হামলার অপরাধী, পরিকল্পনাকারী এবং সমর্থকদের বিচারের আওতায় আনা হবে।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports