অক্ষয় তৃতীয়া ২০২৫ সালে ৩০ এপ্রিল পালিত হতে চলেছে। এই দিনটি হিন্দু ধর্মমতে অত্যন্ত শুভ। যার ক্ষয় বা বিনাশ নেই, সেই জিনিস এই দিনে কিনে তা ঘরে আজীবন ধরে রাখার রীতি প্রচলিত রয়েছে অক্ষয় তৃতীয়ায়। জ্যোতিষশাস্ত্র বলছে, এই দিনে ২ টি পর পর শুভ যোগ তৈরি হতে চলেছে। একটি হল মালব্য যোগ, অপরটি হল গজকেশরী যোগ। আর ২৪ ঘণ্টার মধ্যে তৈরি হতে চলা এই দুই যোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। দেখা যাক লাকি রাশি কারা।
( কানাডার মসনদে ট্রুডোর পার্টির কার্নি! শুভেচ্ছায় মোদী লিখলেন,'আপনার সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে…')
( দৈত্যগুরু শুক্রের রাশিতে হতে চলেছে কেন্দ্র ত্রিকোণ যোগ! টাকা কড়ির ফোয়ারা কোন ৩ রাশির ভাগ্যে?)
ধনু
চন্দ্র আর গুরুর যুতিতে আপনাদের জীবনে আসবে সুখ। সঙ্গে নিয়ে আসবে সম্পত্তি। এই সময় আপনার সুখ সুবিধায় বৃদ্ধি হবে। সম্পত্তি থেকে লাভের যোগ তৈরি হবে। আপনার সম্পত্তি থেকে লাভের যোগ তৈরি হবে। পারিবারিক কোনও সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। ব্যবসায় বড় কোনও লাভ হবে। সরকারি কাজে সাফল্য আর পদ প্রতিষ্ঠা হবে।
( অক্ষয় তৃতীয়া ২০২৫ তিথি কখন শুরু, কখন শেষ? সোনা কেনার শুভ মুহূর্ত, পুজোর সময়কাল দেখে নিন)
( দেশের এই জগন্নাথ মন্দির দেয় বর্ষার আগাম আঁচ? কী দেখে মেলে রহস্যময় ইঙ্গিত! লোকমুখে ফেরে ঘটনার কথা)
মীন
মালব্য রাজযোগ আপনার রাশিতে লগ্নভাবে তরি হবে। গজকেশরী যোগ আপনার রাশিতে তৃতীয় ভাবে তৈরি হবে। আপনার ব্যক্তিত্বে এই সময় উজ্জ্বলতা আসবে। সাহস আর পরাক্রমে এই সময় বৃদ্ধি হবে। পদ প্রতিষ্ঠায় বৃদ্ধি সম্ভব। আপনার ইচ্ছাগুলোর পূর্তি হবে।
মিথুন
শুক্র গ্রহ আপনার রাশিতে কর্মভাবে তৈরি হবে। গজকেশরী রাজযোগ আপনার রাশিতে দ্বাদশভাবে তৈরি হবে। আপনার কর্মস্থলে উন্নতি হবে। এই সময় জীবনে কর্মস্থলে পাবেন মান সম্মান, পদোন্নতি। এই সময় সুখ সুবিধা বাড়তে থাকবে। ধন সম্পত্তি সেভিং করতে পারবেন। চাকরিরতদের উন্নতির যোগ রয়েছে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাতাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)