বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের অবস্থান সময়ে সময়ে পাল্টতে থাকে। আর গ্রহদের এই নানান অবস্থানের জেরে এক একটি সময়ে এক এক পরিস্থিতি তৈরি হয়। তৈরি হয় নানান যোগ। আর সেই যোগের হাত ধরে জাতক জাতিকাদের ভাগ্যে নানান বদল আসে। ২০২৫ সালের অক্ষয় তৃতীয়া পার হলেই আসছে মহালক্ষ্মী যোগ। যার ফলে কিছু রাশির ভাগ্য বদল হতে চলেছে। দেখা যাক, ভাগ্যবান রাশি কারা কারা?
কন্যা
মহালক্ষ্মী রাজযোগের তৈরি হওয়া সব রাশির জন্য অনুকূল প্রমাণিত হতে পারে। আপনার আয়ের ভাবে এই সময় হতে পারে লাভ। চাকরিরতদের কর্মস্থলে আসবে উন্নতির রাস্তা। আসবে নতুন দায়িত্ব। প্রেমের সম্পর্ক ভালোর দিকে যাবে। বিভিন্ন কাজে পাবেন সাফল্য। আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে। শিল্পগত দিক থেকে সম্মান পাবেন।
( অক্ষয় তৃতীয়া ২০২৫ তিথি কখন শুরু, কখন শেষ? সোনা কেনার শুভ মুহূর্ত, পুজোর সময়কাল দেখে নিন)
( দৈত্যগুরু শুক্রের রাশিতে হতে চলেছে কেন্দ্র ত্রিকোণ যোগ! টাকা কড়ির ফোয়ারা কোন ৩ রাশির ভাগ্যে?)
তুলা
এই সময় কাজের দিক থেকে উন্নতির যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে এই সময় আসবে মাধুর্য। এই যোগ আপনার কর্মভাব প্রভাব ফেলবে। প্রেমের সম্পর্কে মাধুর্য ধরে রাখতে পারবেন। শিল্পগত ক্ষেত্রে প্রসিদ্ধি পাবেন। সেই ক্ষেত্রে পাবেন সাফল্য। ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন। ব্যবসায় হতে পারে বিস্তার।
( দেশের এই জগন্নাথ মন্দির দেয় বর্ষার আগাম আঁচ? কী দেখে মেলে রহস্যময় ইঙ্গিত! লোকমুখে ফেরে ঘটনার কথা)
বৃশ্চিক
মহালক্ষ্মী রাজযোগ তৈরি হওয়া শুভ ফলদায়ী হতে চলেছে। এই সময় আপনার ভাগ্যোদয় হতে চলেছে। এই সময় আপনার ভাগ্যোদয় হতে পারে। কোনও ধার্মিক কাজে অংশ নিতে পারেন। পারিবারিক জীবন ভালোর দিকে যাবে। সম্পর্কে মাধুর্য আসবে। চাকরিতে নতুন প্রজেক্ট পাবেন। ব্যবসায়িক দৃষ্টি থেকে পরিস্থিতি ভালোর দিকে যাবে।
কবে রয়েছে যোগ?
জ্যোতিষশাস্ত্র অনুসারে ৩ মে ২০২৫ এই যোগ হতে চলেছে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। কেরিয়ারে তুমুল উন্নতির সম্ভাবনা রয়েছে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যত যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)
( )