টেস্ট, ওয়ান ডে বা টি-২০ ক্রিকেট, রোহিত শর্মাকে ছক্কা হাঁকাতে দেখা নিতান্ত স্বাভাবিক বিষয়। তিন ফর্ম্যাটেই রোহিতকে হেলায় সেঞ্চুরি করতে দেখেছেন সবাই। এমনকি ওয়ান ডে ক্রিকেটে একাধিক ডাবল সেঞ্চুরিও রয়েছে হিটম্যানের। তবে ঘরোয়া হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, রোহিত শর্মাকে বল করতে দেখেছেন খুব কম ক্রিকেটপ্রেমীই।
যদিও তিন ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটেই রোহিতের উইকেট রয়েছে। টেস্টে ২টি, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৯টি ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১টি উইকেট নিয়েছেন রোহিত। তবে আইপিএলে রোহিতের ১৫টি উইকেট রয়েছে, এই তথ্য অনেকেরই আজানা।
৩৮ বছর বয়স পূর্ণ করার দিনে রোহিতের ১৬ বছরের পুরনো একটি আইপিএল নজিরে আলোকপাত করা যাক, যা চমকপ্রদ সন্দেহ নেই। ৩০ এপ্রিল ২০২৫, বুধবার রোহিত শর্মার বয়স হল ৩৮ বছর। হিটম্যানের জন্মদিনে তাঁর আইপিএল কেরিয়ারের এমন একটি কৃতত্বের কথা তুলে ধরা যাক, যা আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই। আসলে রোহিত শর্মাই একমাত্র ভারতীয় ক্রিকেটার, যাঁর আইপিএলে সেঞ্চুরি ও হ্যাটট্রিক দুইই রয়েছে।
আরও পড়ুন:- নারিনের স্পিন জালে জড়ালেন অক্ষররা, কোটলার উত্তেজক জয়ে প্লে-অফের দৌড়ে অক্সিজেন পেল KKR
রোহিত শর্মার আইপিএল সেঞ্চুরি অবাক করবে না কাউকেই। তবে রোহিত যে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে হ্যাটট্রিকও করেছেন, যাঁরা জানেন না, এমন তথ্য তাঁদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। আরও উল্লেখযোগ্য বিষয় হল, রোহিত এক্ষেত্রে আইপিএলে হ্যাটট্রিক করেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নয়, বরং মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আইপিএল কেরিয়ারের শুরুতে ডেকান চার্জার্সের হয়ে মাঠে নামার সময় বল হাতে এমন চমক দেন হিটম্যান।
রোহিত শর্মার আইপিএল হ্যাটট্রিক
২০০৯ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বল করে হ্যাটট্রিক করেন রোহিত। সেবছর আইপিএল অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়। ৬ মে তারিখে সেঞ্চুরিয়নে লিগের ৩২তম ম্যাচে সম্মুখসমরে নামে মুম্বই ইন্ডিয়ান্স ও ডেকান চার্জার্স। সেই ম্যাচে রোহিত শর্মা ২ ওভার বল করে মাত্র ৬ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন।
মুম্বই ইনিংসের ১৬তম ওভারের শেষ ২টি বলে (১৫.৫ ও ১৫.৬ ওভারে) রোহিত বোল্ড করেন অভিষেক নায়ার ও হরভজন সিংকে। ১৮তম ওভারে পুনরায় বল করতে এসে প্রথম বলেই রোহিত আউট করেন ডুমিনিকে এবং ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন। ১৭.১ ওভারে রোহিতের বলে উইকেটকিপার গিলক্রিস্টের হাতে ধরা দেন ডুমিনি। রোহিত ১৭.৩ ওভারে আউট করেন সৌরভ তিওয়ারিকেও। অর্থাৎ, সেই ম্যাচে ৫ বলে ৪টি উইকেট দখল করেন রোহিত।
হিটম্যানের এমন দুর্দান্ত বোলিংয়ের জন্যই ডেকান চার্জার্সের ৬ উইকেটে ১৪৫ রানের জবাবে মুম্বই ইন্ডিয়ান্স ৮ উইকেটে ১২৬ রানে আটকে যায়। ১৯ রানে ম্যাচ জেতে ডেকান চার্জার্স।
একমাত্র ভারতীয় হিসেবে বিরল রেকর্ড রোহিতের
উল্লেখযোগ্য বিষয় হল, আইপিএলে হ্যাটট্রিক ও সেঞ্চুরি রয়েছে মোট ৩ জন ক্রিকেটারের। তবে তাঁদের মধ্যে রোহিত শর্মাই একমাত্র ভারতীয়। বাকি দু'জন হলেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। উল্লেখ্য, রোহিত শর্মা ২০১২ আইপিএলে ইডেনে কেকেআরের বিরুদ্ধে অপরাজিত ১০৯ ও ২০২৪ সালে ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অপরাজিত ১০৫ রান করেন।