বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টটি অনেক খেলোয়াড়ের জন্য বিশেষ ছিল। শ্রেয়স আইয়ার একটি টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রথমবার ব্যাট করার সময় একটি গুরুত্বপূর্ণ ২৯ রান করেছিলেন, যেখানে আর অশ্বিন ৪২ রানের নক খেলেন। এর ফলে ভারত মিরপুরে তিন উইকেটের বিখ্যাত জয় নিশ্চিত করেছিল। ভারত ম্যাচের সঙ্গে সিরিজটি ২-০ জিতেছিল। উমেশ যাদব প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছিলেন এবং মেহেদি হাসান ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতের বিরুদ্ধে পাঁচটি উইকেট শিকার করেছিলেন। কিন্তু মিরপুর টেস্ট একজনের জন্য বিশেষ ছিল তিনি হলেন জয়দেব উনাদকাট। তাঁর জন্য এই টেস্ট ছিল দীর্ঘ লড়াই-এর প্রাপ্য ফল।
আরও পড়ুন… কুলদীপকে বাদ দেওয়া কি অন্যায়? কী বললেন জয়দেব উনাদকাট?
ভারতের বাঁ-হাতি দ্রুত পেস বোলার জয়দেব উনাদকাট দীর্ঘ ১২ বছর পর ভারতের হয়ে প্রথম টেস্ট খেলে, ম্যাচে তিনটি উইকেট তুলে নেন। যদিও এটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে স্ট্যান্ডআউট পারফরম্যান্সের একটি হিসাবে নাও ধরা হতে পারে, তবে এটি উনাদকাটের জন্য উইকেটের চেয়ে বেশি কিছু ছিল। ২০১০ সালে তার টেস্ট অভিষেক হওয়ার পর, উনাদকাটকে তার প্রথম ম্যাচ খেলতে এক দশক অপেক্ষা করতে হয়েছিল। বছরের পর বছর ধরে ঘরোয়া সার্কিটে তাকে পারফর্ম করতে হয়েছিল। মরশুমের পর মরশুম ধরে চিত্তাকর্ষক পারফর্ম করতে হয়েছে তাঁকে। উনাদকাট অবশেষে ভারতীয় জার্সি পরে মাঠে নেমেছিলেন এবং সেই মুহূর্তটি উপভোগ করেছিলেন।
আরও পড়ুন… বড়দিনের পার্টিতে ধোনির সঙ্গে বিন্দাস পন্ত, সঙ্গে আছেন কারা?
এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট করেছেন উনাদকাট। এতে দুই টেস্টের খেলোয়াড়দের স্বাক্ষর করা টি-শার্টের ছবি দিয়েছেন তিনি। এতে ঋষভ পন্তের স্বাক্ষর সবার দৃষ্টি আকর্ষণ করেছে।নিজের সোশ্যাল মিডিয়াতে জয়দেব উনাদকাট, একটি আবেগপূর্ণ বার্তা লিখেছিলেন। টেস্ট ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তন উদযাপন করে একটি টুইট করেছিলেন তিনি। তিনি টুইটে লিখেছিলেন, ‘তখন এবং এখন’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।