শুভব্রত মুখার্জি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরেই অনুষ্ঠিত হতে চলেছে অ্যাসেজ সিরিজ। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ফের মুখোমুখি হবে একে অপরের। ঐতিহ্যবাহী এই সিরিজ জয়ের লক্ষ্যে ২২ গজে লড়াইয়ে নামবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তার আগেই কার্যত বিস্ফোরক মন্তব্য করে বসেছেন প্রাক্তন ইংরেজ তারকা পেসার স্টিভ হার্মিসন। তাঁর দাবি একটা সময়ে ইংল্যান্ডের হয়ে খেলছেন বেশ কিছু স্বার্থপর চরিত্র!
আরও পড়ুন… রুতুরাজের ব্যাটিংয়ে মজলেন পাক কিংবদন্তি, দিলেন দরাজ সার্টিফিকেট
৪৪ বছর বয়সি হার্মিসন দীর্ঘদিন ইংল্যান্ডের হয়ে খেলেছেন। জাতীয় দলের হয়ে ৬৩ টি টেস্ট খেলেছেন তিনি। হার্মিসন নিয়েছেন ২২৬টি উইকেট। তাঁর মতে ১৯৯০ সালে এবং ২০০০ সালের গোড়ার দিকে বেশ কিছু সিনিয়র ক্রিকেটার ছিলেন যারা দলের হয়ে সেই ভাবে যোগদান করেননি! যথেষ্ট স্বার্থপরের মতন খেলেছিলেন তারা। তবে তাঁর মতে এই চিত্রটা বদলে গিয়েছিল ২০০৫ সালের অ্যাসেজ সিরিজের সময় থেকে। প্রসঙ্গত ওই সিরিজে মাইকেল ভনের নেতৃত্বে দীর্ঘদিন বাদে ২-১ ফলে অ্যাসেজ জিতেছিল ইংল্যান্ড দল। সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার জেসন গিলেসপি দাবি করেছিলেন ২০০৫ সালের অ্যাসেজে ইংল্যান্ডের দলে বেশ কিছু পরিবর্তন দেখেছিলেন তিনি। সেই প্রসঙ্গে বলতে গিয়ে এই মন্তব্য করেছেন হার্মিসন।
আরও পড়ুন… হাতে গীতা আর মুখে হাসি, IPL 2023 চ্যাম্পিয়ন হওয়ার পর ভিন্ন মেজাজে মাহি, ভাইরাল ধোনির ছবি
বিষয়টি নিয়ে বলতে গিয়ে হার্মিসন বলেন, ‘২০০৩, ২০০১, ১৯৯৯, ১৯৯৭ এবং ২০০৫ সালের অ্যাসেজের সঙ্গে সবথেকে বড় পার্থক্যটা ছিল আমরা দল হিসেবে খেলেছি শেষবারে। ২০০৫ সালে দলগত ভাবে আমরা উন্নতি করেছিলাম। দলগত ভাবে খেলেছি। ২০০৫ সালে ২২ গজের বাইরেও আমরা দল হিসেবে থেকেছি। ১৯৯৭,২০০১, ২০০৩/০৪ এ আমাদের দলে একাধিক স্বার্থপর ক্রিকেটার ছিল। বেশ কিছু ভালো ক্রিকেটারও ছিলেন। আমাকে যেন এই ক্ষেত্রে ভুল বোঝা না হয়। যেমন নাসের (নাসের হুসেন), অ্যাথার্স (মাইকেল আথার্টন), থর্পি (গ্রাহাম থর্প), কর্কি (ডমিনিক কর্ক), ড্যারেন গফ, অ্যান্ডি ক্যাডিক-এরা সকলেই অনবদ্য ক্রিকেটার, যারা একটি দলের অংশ ছিলেন। তবে ২০০৫ সালে আমরা একটা গোটা দল খেলেছি, সেখানে কোন আলাদা আলাদা ব্যক্তিত্ব খেলেনি।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- http://betvisa69.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।