বাংলা নিউজ > ময়দান > Indian Squad for WTC Final Announced: IPL-এ দুরন্ত ছন্দে থাকার পুরস্কার, WTC ফাইনালের স্কোয়াডে রাহানে,ডাক পেলেন না ঋদ্ধি
পরবর্তী খবর
Indian Squad for WTC Final Announced: IPL-এ দুরন্ত ছন্দে থাকার পুরস্কার, WTC ফাইনালের স্কোয়াডে রাহানে,ডাক পেলেন না ঋদ্ধি
1 মিনিটে পড়ুন Updated: 25 Apr 2023, 11:26 AM ISTTania Roy
গত বছরের জানুয়ারিতে রাহানে শেষ বার ভারতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলেছিলেন। নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন রাহানে। তার পর থেকে খারাপ ফর্মের কারণে এই অভিজ্ঞ ব্যাটার বাদ পড়েন। কিন্তু আইপিএলের দুরন্দ ছন্দ ফের তাঁর জন্য জাতীয় দলের রাস্তা খুলে দেয়।
অজিঙ্কা রাহানে।
আইপিএলে ভালো খেলার সুফল পেলেন অজিঙ্কা রাহানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জন্য ফের জাতীয় দলে ডার পেলেন রাহানে। চেন্নাই সুপার কিংসের হয়ে বিধ্বংসী ছন্দে রয়েছেন রাহানে। আর তাঁর এই ছন্দই তাঁকে জাতীয় দলে ফিরতে সাহায্য করল।
গত বছরের জানুয়ারিতে রাহানে শেষ বার ভারতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলেছিলেন। নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন রাহানে। তার পর থেকে খারাপ ফর্মের কারণে এই অভিজ্ঞ ব্যাটার বাদ পড়েন। কিন্তু আইপিএলের দুরন্দ ছন্দ ফের তাঁর জন্য জাতীয় দলের রাস্তা খুলে দেয়। রাহানে সুযোগ পেলেও ভাগ্যের শিকে ছেঁড়েনি বাংলার তারকা উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহার।
মঙ্গলবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলে নাম ঋদ্ধির। অথচ ঋদ্ধিও ভালো ছন্দে রয়েছেন। উইকেটের পিছনে তিনি দুরন্ত পারফরম্যান্স করছেন। তবু উইকেটকিপার হিসেবে কেএস ভরতকেই সুযোগ দেওয়া হল। ঋদ্ধিকে একেবারে বাতিলের খাতাতেই ফেলে দেওয়া হয়েছে। ঋষভ পন্তের দুর্ঘটনার পর সেই জায়গায় কেএস ভরতকেই বারবার সুযোগ দেওয়া হচ্ছে। আর কেএল রাহুলও তো হাতের পাঁচ রয়েছেনই, যিনি উইকেটকিপারের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন।
বাকি দল প্রত্যাশিতই ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে জসপ্রীত বুমরাহর চোট সারবে না, সেটা জানাই ছিল। ঘটলও তাই। নাম নেই বুমরাহর। শার্দুল ঠাকুরকেও একই কারণে দলে রাখা হয়নি। কারণ তাঁর সদ্য পিঠে অস্ত্রোপচার হয়েছে। তাঁর পক্ষেও এত তাড়াতাড়ি দলে ফেরা সম্ভব নয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।