এমনিতে আজ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড যখন খেলতে নেমেছিল, ততক্ষণে দু'দলই 'সুপার সিক্স'-এ উঠে গিয়েছে। কিন্তু 'সুপার সিক্স'-এ নামার আগেই কোন দলের ঝুলিতে চার পয়েন্ট থাকবে এবং কোন দলের ঝুলিতে দুই পয়েন্ট থাকবে, তা নির্ধারণের জন্য নেমেছিল। সেই পরিস্থিতিতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ডরা। ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করে শ্রীলঙ্কা। তবে সেই ঝড় বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪.২ ওভারে শ্রীলঙ্কার স্কোর যখন ৩৪ রান, তখন প্রথম উইকেট পড়ে যায় দ্বীপরাষ্ট্রের। কিছুক্ষণ পরেই ড্রেসিংরুমে ফিরে যান কুশল মেন্ডিস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।