বাংলা নিউজ > ময়দান > Hundred-এ ফের স্মৃতি-ঝড়, দুই দলের মধ্যে করলেন সর্বোচ্চ রান, হাঁকালেন ১১টি চার, তবু জিতল না তাঁর দল
পরবর্তী খবর
Hundred-এ ফের স্মৃতি-ঝড়, দুই দলের মধ্যে করলেন সর্বোচ্চ রান, হাঁকালেন ১১টি চার, তবু জিতল না তাঁর দল
2 মিনিটে পড়ুন Updated: 05 Aug 2023, 08:30 AM ISTTania Roy
স্মৃতি ৪২ বলে অপরাজিত ৭০ রান করে ট্র্যাজিক হিরো হয়ে কপাল চাপড়াচ্ছিলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি চারে। কিন্তু শেষ পর্যন্ত সঙ্গত করার মতো কাউকেই পেলেন না স্মৃতি। যে কারণে ১৬৬ রান তাড়া করতে নেমে ১০০ বল খেলে ৪ উইকেট হারিয়ে ১৬১ রানই করতে পারে সাউদার্ন ব্রেভ।
বিধ্বংসী মেজাজে স্মৃতি মন্ধানা।
সাউদাম্পটনে ফের ঝড় তুললেন স্মৃতি মন্ধানা। মেয়েদের হান্ড্রেডে একেবারে বিধ্বংসী মেজাজে রয়েছেন স্মৃতি। দুই দলের মধ্যে সর্বোচ্চ রান করলেন। ঝোড়ো ইনিংসে হাঁকালেন ১১টি চার। তবু জিততে পারল না তাঁর দল। শুক্রবার মহিলা হান্ড্রেডের ম্যাচে ওয়েলশ ফায়ারের কাছে মাত্র চার রানে হেরে বসে থাকে স্মৃতিদের সাউদার্ন ব্রেভ।
ওয়েলশ ফায়ারের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুরন্ত করেছিল সাউদার্ন ব্রেভ। দুই ওপেনার স্মৃতি এবং ড্যানি ওয়াট মিলে একেবারে ঝড় তুলেছিলেন। প্রথম উইকেটে ৫৯ বলে ৯৬ রান করে ফেলেছিল স্মৃতি-ড্যানি জুটি। তখন মনে হচ্ছিল, খুব সহজেই ম্যাচটি জিতে যাবে সাউদার্ন ব্রেভ। কিন্তু ৩৭ বলে ৬৭ রানের চমৎকার একটি ইনিংস খেলে সাজঘরে ফেরেন ড্যানি ওয়াট। তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চার এবং ২টি ছক্কায়।
এই জুটি ভাঙতেই যেন সব লড়াই শেষ হয়ে যায় সাউদার্ন ব্রেভের। কেউ স্মৃতিকে সঙ্গতই করতে পারলেন না। মাইয়া বাউচিয়ার ৮ বলে ৯ করে সাজঘরে ফেরেন। এর পর ১০ বলে ৮ রান করে ক্লো ট্রায়ন আউট হন। একের পর এক ব্যাটার যখন ব্যর্থ হয়ে সাজঘরে ফিরছেন, স্মৃতি যেন তখন কর্ণের ভূমিকায় অবতীর্ণ। এর পরে ফ্রেয়া কেম্পও ৩ বলে ২ করে রানআউট হয়ে যান।
আর স্মৃতি ৪২ বলে অপরাজিত ৭০ রান করে ট্র্যাজিক হিরো হয়ে কপাল চাপড়াচ্ছিলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি চারে। কিন্তু শেষ পর্যন্ত সঙ্গত করার মতো কাউকেই পেলেন না স্মৃতি। যে কারণে ১০০ বল খেলে ৪ উইকেট হারিয়ে ১৬১ রানই করতে পারে সাউদার্ন ব্রেভ। ৪ রানে তারা ম্যাচটি হেরে যায়। ব্যর্থ হয়ে যায় স্মৃতির লড়াই। এই নিয়ে হান্ড্রেডে দু'টি হাফসেঞ্চুরি করে ফেললেন স্মৃতি মন্ধানা। ওয়েলশের হয়ে ২ উইকেট নেন অ্যালেক্স গ্রিফিথস। এক উইকেট নেন হেইলি ম্যাথিউস।
এদিন সাউদার্ন ব্রেভই টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল ওয়েলশকে। ব্যাট করতে নেমে ওয়েলশও শুরুটা খারাপ করেনি। অধিনায়ক ট্যামি বিউমন্ট ১৭ বলে ২৬ রানের ক্যামিও খেলে অবদান রাখেন। তিনটি চার, একটি ছয় মারেন তিনি। আর এক ওপেনার হেইলি ম্যাথিউস ৩৮ বলে ৬৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার। তিনে নেমে লরা হ্যারিস ২টি করে চার এবং ছয়ের সাহায্যে ৭ বলে ২০ রানের দুরন্ত ইনিংস খেলে রানআউট হয়ে যান। উইকেটকিপার-ব্যাটার সারা ব্রাইসের ১৯ বলে অপরাজিত ২১ এবং জর্জিয়া এলউইসের ২০ বলে অপরাজিত ২৮ সৌজন্যে ওয়েলশ ফায়ার শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। সাউদার্নের হয়ে একটি করে উইকেট নেন ক্লো ট্রায়ন এবং জর্জিয়া অ্যাডামস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।