Sri Lanka vs Afghanistan 1st ODI: ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতিতে জোর ধাক্কা শ্রীলঙ্কার, নিজেদের ডেরায় হতাশাজনক হার সিংহলিদের।
শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে হারাল আফগানিস্তান। ছবি- এএফপি।
রশিদ খান চোটের জন্য মাঠে নামতে পারেননি। লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে মাঠে নামা নবীন উল হক ব্যস্ত ভাইটালিটি ব্লাস্টে। কেকেআরের হয়ে আইপিএলে নজর কাড়া রহমানউল্লাহ গুরবাজ ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখাতে পারেননি। তা সত্ত্বেও শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হারিয়ে দিল আফগানিস্তান।
আফগানিস্তানের জয়ে ব্যাট হাতে সব থেকে বড় ভূমিকা নেন ইব্রাহিম জাদরান। যদিও নিশ্চিত শতরান হাতছাড়া করেন তিনি। হাফ-সেঞ্চুরি করেন রহমত শাহ। তার আগে নিয়ন্ত্রিত বোলিংয়ে সিংহলিদের নাগালের মধ্যে বেঁধে রাখেন ফজলহক ফারুকি, ফরিদ আহমেদ, মুজিব উর রহমান, নূর আহমেদরা।
হাম্বান্তোতায় টস জিতে শ্রীলঙ্কাকে শুরুতে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা ২৬৮ রান তুলে অল-আউট হয়ে যায়। ব্যক্তিগত শতরানের দোরগোড়া থেকে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়েন চরিথ আসালঙ্কা। হাফ-সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন ধনঞ্জয়া ডি'সিলভা।
আসালঙ্কা ১২টি বাউন্ডারির সাহায্যে ৯৫ বলে ৯১ রান করে আউট হন। ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৯ বলে ৫১ রান করেন ডি'সিলভা। এছাড়া পাথুম নিশঙ্কা ৩৮, দিমুথ করুণারত্নে ৪, কুশল মেন্ডিস ১১, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ১২, ক্যাপ্টেন দাসুন শানাকা ১৭, দুশান হেমন্ত ২২, লাহিরু কুমারা ৪ ও মাথিসা পথিরানা ১ রান করেন। খাতা খুলতে পারেননি কাসুন রজিথা।
১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯৮ বলে ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন ওপেনার ইব্রাহিম জাদরান। ৩টি বাউন্ডারির সাহায্যে ৮০ বলে ৫৫ রান করে সাজঘরে ফেরেন রহমত শাহ। এছাড়া রহমানউল্লাহ গুরবাজ ১৪ ও ক্যাপ্টেন হাশমতউল্লাহ শাহিদি ৩৮ রান করে আউট হন। মহম্মদ নবি ২৭ ও নাজিবউল্লাহ জাদরান ৭ রান করে নট-আউট থাকেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।