ভারত-অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রবি শাস্ত্রী ধারাভাষ্যকারের ভূমিকা পালন করবেন, এটা আগেই জানা গিয়েছিল। দীনেশ কার্তিক, সুনীল গাভাসকররাও থাকবেন কমেন্ট্রি বক্সে। তবে সেই তালিকায় যোগ হল চমকপ্রদ একটি নাম।
আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কমেন্ট্রি বক্সে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রবি শাস্ত্রীর সঙ্গে যাঁর ব্যক্তিগত সম্পর্ক কার্যত আদায়-কাঁচকলায়। তবে কি পাশাপাশি মাইক্রোফোন হাতে দেখা যাবে শাস্ত্রী ও সৌরভকে? ব্রডকাস্টার স্টার স্পোর্টসের সিদ্ধান্তে তেমন সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। কেননা শাস্ত্রীর ধারাভাষ্য দেওয়ার কথা ইংরেজি ভাষায়। সৌরভ ধারাভাষ্য দেবেন হিন্দিতে।
শাস্ত্রী ও সৌরভ, উভয়েই হিন্দি-ইংরেজি দুই ভাষাতেই ধারাভাষ্য দিতে পারদর্শী। তবে এক্ষেত্রে পরিস্থিতি না বদলালে দুই প্রাক্তন তারকার একসঙ্গে কমেন্ট্রি বক্স শেয়ার করার সম্ভাবনা কম।
স্টার স্পোর্টসের তরফে ধারাভাষ্যকারদের যে প্যানেল প্রকাশ করা হয়েছে, সেই অনুযায়ী ইংরেজিতে ধারাবিবরণী দেওয়ার কথা রবি শাস্ত্রী (ভারত), হর্ষ ভোগলে (ভারত), নাসের হুসেন (ইংল্যান্ড), দীনেশ কার্তিক (ভারত), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), ম্যাথিউ হেডেন (অস্ট্রেলিয়া), জাস্টিন ল্যাঙ্গার (অস্ট্রেলিয়া) ও কুমার সাঙ্গাকারার (শ্রীলঙ্কা)।
হিন্দিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ধারাবিবরণী দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিং, এস শ্রীসন্ত, যতীন সাপ্রু ও দীপ দাশগুপ্ত। হিন্দিতে কোনও বিদেশি ধারাভাষ্যকারের মাইক্রোফোন হাতে নেওয়ার প্রশ্নই নেই।
বিসিসিআই সভাপতির দায়ভার ছাড়ার পরে সৌরভ আইপিএলের অন্দরমহলে ঢুকে পড়েন। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট নিযুক্ত হন তিনি। দিল্লি ক্যাপিটালসের সাপোর্ট স্টাফ হিসেবে অতীতেও কাজ করেছিলেন মহারাজ। যদিও এবার ক্যাপিটালসের আইপিএল অভিযান কাটে দুঃস্বপ্নের মতো। ১০ দলের টুর্নামেন্টে নয় নম্বরে থেকে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অভিযান শেষ করে সৌরভের দিল্লি। আইপিএল শেষ হতে এবার সৌরভ ফিরছেন ধারাভাষ্যকারের ভূমিকায়।
উল্লেখ্য, আগামী ৭ থেকে ১১ জুন ইংল্যান্ডের ওভালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই নিয়ে টানা ২ বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে ভারত।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নির্বাচিত ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও ইশান কিষাণ (উইকেটকিপার)।
স্ট্যান্ড-বাই: মুকেশ কুমার, যশস্বী জসওয়াল ও সূর্যকুমার যাদব।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।