টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফের ব্যর্থ হল শ্রীলঙ্কা ক্রিকেট টিম। এ বার নিজেদের ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে ল্যাজেগোবরে হল তারা। শুক্রবার শ্রীলঙ্কাকে ৬০ রানে হারিয়ে নজির গড়ে ফেলল আফগানিস্তান। প্রথম বার তারা শ্রীলঙ্কায় গিয়ে তাদের বিরুদ্ধেই জয় পেল।
এ দিন পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল তারা। দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান মারকুটে মেজাজেই খেলা শুরু করেছিলেন। ৫৫ বলে ৫৩ রানের দুরন্ত ইনিংস খেলে দলের ৮৪ রানের মাথায় আউট হন গুরবাজ। শ্রীলঙ্কাকে ব্রেকথ্রু এনে দেন ফর্মে থাকা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
আরও পড়ুন: ভারত এশিয়া কাপ খেলতে না এলে, পাকিস্তানও যাবে না বিশ্বকাপে- রামিজ রাজা
এর পর তিনে নামা রহমত শাহকে নিয়ে ফের বড় রানের লক্ষ্যে লড়াই শুরু করেন জাদরান। দ্বিতীয় উইকেট জুটিতে দু'জন মিলে করেন ১১৮ রান। দলের রান যখন ২০২, তখন ৬৪ বলে ৫২ রান করে আউট হন রহমত শাহ। তবে জাদরান দুরন্ত সেঞ্চুরি করেন। তিনি শেষ পর্যন্ত ১২০ বলে ১০৬ রানের অনবদ্য ইনিংস খেলে সাজঘরে যখন ফিরছেন, তখন দলের রান ২৩২।
বাকিদের মধ্যে ২৪ বলে ২২ করেছেন গুলবাদিন নায়েব। আর নাজিবুল্লাহ জাদরানের ২৫ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসের হাত ধরে নির্দিষ্ট ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রান করে আফগানিস্তান।
শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ১০ ওভার বল করে মাত্র ৪২ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন কাসুন রজিথা, ধনঞ্জয় লক্ষণ, লাহিরু কুমারা এবং মহেশ থিকশানা।
আরও পড়ুন: ভারত এখনও এক নম্বরে, পরের ম্যাচ জিতলে সিংহাসন ছিনিয়ে নেবে নিউজিল্যান্ড
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো করেনি শ্রীলঙ্কা। মাত্র ১৬ রানের মাথায় ১ রান করে ফিরে যান ওপেনার কুশল মেন্ডিস। তিনে নেমে দীনেশ চান্ডিমাল পাল্টা আক্রমণের চেষ্টা চালালেও বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। ১১ বলে ১৪ করে ফিরে যান তিনি। তবে ক্রিজে টিকে ছিলেন ওপেনার পাথুম নিশঙ্কা। এক প্রান্ত আগলে লড়াই চালাচ্ছিলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।