সোমবার ভারতের তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত তাঁর টিম ইন্ডিয়ার সতীর্থদের সঙ্গে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীতে (এনসিএ) পুনরায় মিলিত হয়েছিলেন। আর সেই ছবি পোস্ট করে তিনি ভক্তদের মন খুশিতে ভরিয়ে দিয়েছেন।
ঋষভ পন্ত গত ডিসেম্বরে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তার পর থেকে তিনি এখনও ২২ গজে ফিরতে পারেননি। চোট সারিয়ে পুরো ফিট হওয়ার লড়াই চালাচ্ছেন। যে কারণে বেঙ্গালুরুর এনসিএ-তে তিনি রিহ্যাবে রয়েছেন। তিনি সোমবার তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পুনর্মিলনের কিছু ছবি শেয়ার করেছেন। হৃদয়স্পর্শী ছবিগুলি স্পষ্ট ভাবে সৌহার্দ্যের প্রতীক হয়ে গিয়েছে।
উইকেটরক্ষক-ব্যাটারের পোস্ট করা একটি ছবিতে দেখা গিয়েছে, এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পন্তের সঙ্গে রয়েছেন কেএল রাহুল, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর এবং যুজবেন্দ্র চাহাল। অন্য ছবিটিতে যুজবেন্দ্র চাহালের সঙ্গে প্র্যাঙ্ক করতে দেখা গিয়েছে শার্দুল, সিরাজ এবং পন্তকে। টুইটারে ছবি দু'টি পোস্ট করে পন্ত ক্যাপশনে লিখেছেন, ‘গ্যাংয়ের সঙ্গে রিইউনিয়ন সব সময়েই মজাদার।’
২৫ বছরের তারকা কিপার পন্ত দ্রুত দলে ফিরতে মুখিয়ে রয়েছেন। এবং তিনি সকলকে চমকে সময়ের আগে নিজের ফিটনেসে উন্নতি করছেন। সম্প্রতি কোনও রকম সাহায্য ছাড়াও পন্ত সিঁড়ি বেয়ে ওঠার একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। এর থেকেই পরিষ্কার তিনি দ্রুত ফিট হয়ে উঠতে মরিয়া।
আরও পড়ুন: ৪০০-র উপর রান করে রেকর্ডের পাশাপাশি আমেরিকাকে ৩০৪ রানের বড় হারিয়েও নজির গড়ল জিম্বাবোয়ে
লোকেশ রাহুল আবার গত মাসে ২০২৩ আইপিএলের ম্যাচ চলাকালীন উরুতে চোট পেয়েছিলেন। লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) অধিনায়ক রাহুল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন। এবং সেই চোট এতটা গুরুতর ছিল যে, তাঁকে অস্ত্রোপচার করাতে হয়। তিনিও এখন রিহ্যাবের জন্য এনসিএ-তে রয়েছেন। ২০২৩ এশিয়া কাপের আগে তাঁর প্রত্যাবর্তনের আশায় সকলে। তবে তাঁকে আদৌ পাওয়া যাবে কি? উঠে গিয়েছে প্রশ্ন।
শার্দুল এবং সিরাজকে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের স্কোয়াডে রাখা হয়েছেয যুজবেন্দ্র চাহালকে ৩ ম্যাচের ওডিআইয়ের জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে সিরিজটি দু'টি লাল বলের ম্যাচের পরে অনুষ্ঠিত হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।