শুভব্রত মুখার্জি: নিলামের আগে কেকেআর ম্যানেজমেন্ট তাদের গতবারের অধিনায়ক ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিকদের ছেড়ে দিলেও রিটেন করেছে আন্দ্রে রাসেলের মতন হার্ড হিটার অলরাউন্ডারকে। তবে চলতি মরশুমে চোটপ্রবণ অলরাউন্ডার রাসেলকে রিটেন করার ঝুঁকি কেন যে কেকেআর নিল তা বুঝে পাচ্ছেন না ওয়াসিম জাফর। তার মতে রাসেলকে রিটেন করে বড় জুয়া খেলে ফেলেছে কেকেআর ম্যানেজমেন্ট।
প্রসঙ্গত রয়্যাল চ্যালেজ্ঞার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বোলিং করার সময়ে বেশ অস্বস্তিতে ছিলেন রাসেল। তার পুরনো চোটের সমস্যা ফের সমস্যা তৈরি করছে বলেই বিশেষজ্ঞদের মত। চেন্নাই ম্যাচে ৩৩ বছর বয়সি তারকা অলরাউন্ডার ফিল্ডিং করার সময়তে বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধেও চোট পান। যদিও আরসিবির বিরুদ্ধে শেষ ওভারে তিনি বল করেছিলেন এরপরে।
ইএসপিএন ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে জাফর বলেছেন 'ওকে (রাসেল) রিটেন করার সিদ্ধান্ত বড়সড় জুয়া খেলার সমান। কারণ আপনি ওর ফিটনেসের বিষয়ে একবারেই নিশ্চিত নন। ও এই ফিটনেসে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে বোলিং করতে পারবে কিনা তা আপনি জানেন না। ব্যাটার রাসেলকে নিয়ে অবশ্য কারুর কোনও প্রশ্ন নেই। একমাত্র উদ্বেগের বিষয় ও বল করতে পারবে কিনা। একই রকম গতি এবং এনার্জি নিয়ে বল করতে পারবে কিনা সেটা ও বড় বিষয়। শেষ ম্যাচটি থেকে আমি যা বুঝেছি তা হল ও বল করার সময় শেষ দুই ওভারে খোঁড়াচ্ছিল। এখানেই সবথেকে বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।