যোধপুরে চার হাত এক হয়েছে ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং বেঙ্কট দত্ত সাইয়ের। সিন্ধুর বিয়ে বলে কথা, আয়োজনে কোনও খামতি থাকার তো প্রশ্নই নেই। প্রথম ভারতীয় মহিলা যার ঝুলিতে রয়েছে ব্যাক টু ব্যাক পদক। চলতি বছরে অলিম্পিক্সটা ভালো না হলেও দ্বিতীয় ইনিংসের শুরুটা হল জাকজমকপূর্ণভাবেই। রাজস্থানের ঐতিহ্য মেনে।
সিন্ধুর বিয়ে ঘিরে রাজস্থানের যোধপুরে তৈরি হল চাঁদের হাট। গান, বাজনা, খাওয়া দাওয়া থেকে রাজস্থানি প্রথা, সব মিলে মিশে সিন্ধুর বিয়েও যেন ছোট খাটো অলিম্পিক্সের পুরস্কার বিতরণেরই আসর। কে নেই সেখানে, মন্ত্রী থেকে শুরু করে সেলিব্রেটিরা। চোখ ধাঁধিয়ে গেল অসাধারণ সাজানো দেখে। যেমন সুন্দর লাগল সিন্ধুকে, তেমনই সুন্দরভাবে সাজানো তাঁদের বিয়ের ঠিকানা।
আরও পড়ুন- নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
বিয়ের বেশে সুন্দরী সিন্ধু-
কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত গেছিলেন তাঁদের বিয়েতে উপস্থিত হতে। সেখানে গিয়ে কয়েকটি ছবিও তুলে নেন সোশাল মিডিয়ায় অত্যন্ত স্বক্রিয় এই বিজেপি সাংসদ তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় সরকারের মন্ত্রী। সেখানে দেখা যাচ্ছে রাজস্থানের ট্র্যাডিশন মেনেই অসম্ভব সুন্দর এক পোষাক পড়েছেন রিও এবং টোকিও অলিম্পিক্সের পদকজয়ী শাটলার। চোখে মুখে আনন্দ দেখেই বোঝা যাচ্ছে, নিজের দ্বিতীয় ইনিংস শুরুর দিনে সিন্ধু কতটা খুশি।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
কেন্দ্রীয় মন্ত্রীর শুভেচ্ছা-
নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত লেখেন, ‘উদয়পুরে আমাদের ব্যাডমিন্টন কিংবদন্তি পিভি সিন্ধুর সঙ্গে বেঙ্কট দত্ত সাইয়ের বিয়েতে আসতে পেরে আমি অত্যন্ত খুশি। নবদম্পতিকে আগামী দিনের জন্য আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানিয়েছি ’।
আরও পড়ুন- বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
২০ ডিসেম্বর থেকে শুরু হয় বিয়ের অনুষ্ঠান-
২০ ডিসেম্বর থেকে পিভি সিন্ধুর বিয়ের সমস্ত অনুষ্ঠান শুরু হয়। সেদিন ছিল সঙ্গীত রীতি অনুষ্ঠান। এরপর হলদি, মেহেন্দি অনুষ্ঠানের পর রবিবার চার হাত এক হয় সিন্ধু এবং বেঙ্কটের। সিন্ধুর বাবা জানিয়েছিলেন, দুই পরিবারই একে অপরকে অনেকদিন ধরে চিনতেন। তাই এক মাসের মধ্যেই তাঁরা বিয়ে সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।