শুভব্রত মুখার্জি: ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচের গুরুত্ব, উত্তেজনা, উন্মাদনা সব সময়েই আলাদা থাকে। তা সে পুরুষদের হোক কিংবা মহিলাদের। তার উপরে ম্যাচ যদি হয় বিশ্বকাপের সেই ম্যাচের উন্মাদনা থাকে আলাদা পর্যায়ের। দক্ষিণ আফ্রিকার মাটিতে চলতি টি-২০ বিশ্বকাপে হরমনপ্রীতদের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০'তে সর্বাধিক রান করার নজির গড়ল পাকিস্তান। আর বিশ্বকাপের মঞ্চে এই ঘটনা ঘটার ফলে তার আলাদা গুরুত্ব থেকেই যাচ্ছে।
আরও পড়ুন… ২২ গজে তোমার সঙ্গে আলোচনা দারুণ উপভোগ করেছি, রোহিতকে বার্তা অশ্বিনের
রবিবার গ্রুপ-২'র ম্যাচে কেপটাউনে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান দুই দল। যেখানেই এই নজির গড়ল পাকিস্তান। এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান দল। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান করে তারা। উল্লেখ্য এর আগে ভারতের বিরুদ্ধে তাদের সর্বোচ্চ স্কোর ছিল ৬ উইকেটে ১৩৭ রান। ২০২২ সালের ৭ অক্টোবর সিলেটে ভারতের বিরুদ্ধে এই রান করেছিল তারা। আর আজ কেপটাউনে সেই নজির ভেঙে দিল তারা।
আরও পড়ুন… SA20 Champion 2023: রসিংটন-মারউইর দুরন্ত পারফরমেন্স, ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন সানরাইজার্স
এদিন ম্যাচে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। তাদের দুই ওপেনার কম রানেই প্যাভিলিয়নে ফিরে যায়। মুনিবা আলি ১২ এবং জাভেরিয়া খান ৮ রান করে আউট হয়ে যান। এরপরেই ইনিংসের হাল ধরেন অধিনায়ক বিসমাহ মাহরুফ। ৫৫ বলে ৬৮ রানের অনবদ্য অপরাজিত ইনিংস খেলেন তিনি। নিদা ধর (০) এবং সিদ্রা আমিন (১১) কম রানেই প্যাভিলিয়নে ফিরে যান। তবে বিসমাহকে যোগ্য সঙ্গত দেন আয়েষা নাসিম। ২৫ বলে ৪৩ রানে অপরাজিত থেকে যান তিনি। ভারতের হয়ে দুটি উইকেট নেন রাধা যাদব। অর্থাৎ এই ম্যাচে ভারতকে জিততে গেলে করতে হবে নজির গড়া ১৫০ রান।
এমন অবস্থায় ব্যাট করতে নেমে ১৫০ রান তাড়া করতে নেমে মাত্র ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ম্যাচের সেরা হয়েছেন জেমিমা। ৩৮ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন রদরিগেজ। রিচা ঘোষ ২০ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলেন। এই জয়ের ফলে জিতে টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল টিম ইন্ডিয়া।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।