বাবা সিদ্দিকির মৃত্যুর পর এখনও একবছরও কাটেনি। এবার হুমকি ইমেল পেলেন এনসিপি নেতা ও বাবা সিদ্দিকের ছেলে জিশান সিদ্দিক। সোমবার জিশান জানিয়েছেন যে, তিনি ‘ডি কোম্পানি’ থেকে ইমেইলের মাধ্যমে মৃত্যুর হুমকি পেয়েছেন। যেখানে তাঁকে বলা হয়েছে ১০ কোটি টাকা না দিলে তাঁরও বাবার মতোই পরিণতি হবে।
‘ডি কোম্পানি’ হল পলাতক ভারতীয় গ্যাংস্টার-সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিমের নেতৃত্বাধীন অপরাধ সিন্ডিকেটের জন্য ব্যবহৃত একটি নাম।
জিশান সিদ্দিক HT-কে দেওয়া সাক্ষাৎকারে এই হুমকি খবর নিশ্চিত করেছেন। বলেছেন যে, দুদিন আগেই ১০ কোটি টাকা চেয়ে তাঁর কাছে একটা হুমকি ইমেইল আসে। বিষয়টি তিনি পুলিশকে জানালে, তাঁর বয়ান রেকর্ড করা হয়। জিশান বলেন, ‘আমি তখন ইমেলের বিষয়টি উপেক্ষা করেছিলাম কিন্তু এরপর ফের একই কথা মনে করিয়ে দিয়ে হুমকি ইমেইল পাঠানো হয়, আজও (২২ এপ্রিল) পেয়েছি। অবশেষে, আমাকে পুলিশের কাছে বিষয়টা জানাতেই হয়েছে।’
জিশানকে ১৯ এপ্রিল পাওয়া ইমেইলের প্রোফাইল ছবিতে দেখা গেছে দুটি গুলিসহ একটি বন্দুক। ইমেইলের বিষয়বস্তুতে লেখা আছে, ‘বাবা সিদ্দিকের মৃত্যুর পর লরেন্স বিষ্ণোই এর পিছনে আছে বলে ভুয়ো খবর ছড়ানো হয়েছিল, এটা দুঃখজনক। অন্য কেউ সেটা করেছিল কিন্তু সেটা অতীত। এখন আমি আপনার পরিবারের কাছ থেকে সুরক্ষার জন্য ১০ কোটি টাকা চাই এবং আপনার কাছে দুই দিন সময় আছে।'
ইমেলের প্রেরক হুমকি দিয়ে বলেছেন, ‘দয়া করে পুলিশকে জড়াবেন না। এই ঘটনা আপনার সঙ্গেও ঘটতে পারে; তাই সাবধান থাকুন।’ ইমেলে আরও লেখা হয় যে, ‘যদি কোনো স্পষ্টীকরণের প্রয়োজন হয় তাহলে জানিয়ে দিন। এই বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নিন। কোন জায়গায়, কোন সময় টাকা দিতে আসতে হবে আমি জানাব। দয়া করে ইমেইল আপনি সেটা নিশ্চিত করুন, ডি-কোম্পানি।’
আরও পড়ুন-‘ডান্স বাংলা ডান্স’-এ কৌশানির কোলে বসে এটা কী করল মিছরি? খুদের কাণ্ড দেখালেন অভিনেত্রী…
বাবা সিদ্দিকের মৃত্যু
এনসিপি নেতা বাবা সিদ্দিককে ২০১২ সালের ১২ অক্টোবর মুম্বাইয়ের নির্মল নগরে তাঁর ছেলে জিশান সিদ্দিকের অফিসের কাছে তিনজন আক্রমণকারী গুলি করে হত্যা করে।প্রধান গুলিবর্ষণকারী শিবকুমার গৌতম ছয় রাউন্ড গুলি ছুঁড়েছিল বলে অভিযোগ। যার তিনটি গুলি সিদ্দিকের দেহের উপরের অংশে লেগেছিল। লীলাবতী হাসপাতালে এক ঘন্টার মধ্যে তিনি মারা যান।
ঘটনার পরপরই অন্য দুই আক্রমণকারী—ধর্মরাজ কাশ্যপ এবং গুরমিল সিংহকে গ্রেফতার করা হয়। তাঁদের গ্রেফতারের পর ব্যাপক অভিযান চালিয়ে আসও ২৪ জনকে গ্রেফতার করা হয়। এই ২৭ জন অভিযুক্তই বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে আছেন।চার্জশিট অনুযায়ী, জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই অনমল বিষ্ণোই হত্যাকাণ্ডের প্রধান ষড়যন্ত্রকারী। পুলিশ অভিযোগ করেছে যে, মুম্বাইয়ের অপরাধ জগতে নিজের আধিপত্য স্থাপনের জন্য অনমল এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল।
তবে, জিশান সিদ্দিক অভিযোগ করেছেন যে, বান্দ্রার বস্তি পুনর্বাসন (এসআরএ) প্রকল্পে হিতাধিকারী কিছু বিল্ডার এবং রাজনৈতিক ব্যক্তি এই ষড়যন্ত্রে জড়িত থাকতে পারে।