দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের প্রথম মরশুম জিতেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। জোহানেসবার্গের ওয়ান্ডারস স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রিটোরিয়া ক্যাপিটালসকে ৪ উইকেটে হারিয়েছে সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ। জয়ের জন্য সানরাইজার্স দল ১৬.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ দলের জয়ের নায়ক ছিলেন অ্যাডাম রসিংটন। তিনি ৩০ বলে ৫৭ রান করেন। এছাড়া ২৬ রান করেন এইডেন মার্করাম। নিশামের বলে ছক্কা মেরে সানরাইজার্সকে চ্যাম্পিয়ন করেন মার্কো জানসেন।
আরও পড়ুন… ৮৩-র কপিলের বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে ২০২৩ এর হরমনপ্রীতের দলের তুলনা টানলেন শাস্ত্রী
সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের হয়ে জয়ের দুই নায়ক ছিলেন অ্যাডাম রসিংটন ও রল্ফ ভ্যান ডার মারওয়ে। বোলিংয়ে রল্ফ ভ্যান ডার মারউই ৪ উইকেট নিয়ে লিগের সবচেয়ে সফল দল প্রিটোরিয়াকে ১৩৫ রানে থামিয়ে দিয়েছিলেন এবং এই বড় মঞ্চে অ্যাডাম রসিংটন মাত্র ২২ বলে ৫০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। প্রিটোরিয়ার বোলারদের ম্যাচে সুযোগই দেননি তিনি। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রিটোরিয়া ক্যাপিটালস দল সানরাইজার্স বোলারদের সামনে পুরো ২০ ওভার খেলতেই পারেনি। ১৯.৩ ওভারে মাত্র ১৩৫ রান করতে সফল হয় ক্যাপিটালস। প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন কুসল মেন্ডিস। সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের হয়ে রোয়েলফ ভ্যান ডের মারউই ৪ ওভারে ৪/৩১ নেন। মার্ভে ছাড়াও সিসান্ডা মাগালা এবং অটোনিয়ান বার্টম্যান ২টি করে আউট করেন।
আরও পড়ুন… ২২ গজে তোমার সঙ্গে আলোচনা দারুণ উপভোগ করেছি, রোহিতকে বার্তা অশ্বিনের
ম্যাচের কথা বললে, টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল সানরাইজার্স। প্রথমে ব্যাট করতে নেমে ৬৬ রানের মধ্যেই চার উইকেট হারিয়েছিল প্রিটোরিয়া ক্যাপিটালস। এরপরে ১১৩ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ক্যাপিটালস। শেষ পর্যন্ত ১৩৫ রানেই গুটিয়ে যায় প্রিটোরিয়া ক্যাপিটালস।
রান তাড়া করতে নেমে ১১ রানে প্রথম উইকেট হারিয়েছিল সানরাইজার্স। এরপরে অবশ্য হার্মান ও রসিংটনের জুটিতে স্কোর এগিয়ে নিয়ে যায় সানরাইজার্স। এরপরে জর্ডন হার্মানকে আদিল রাশিদ ফেরাতেই মাঠে নামেন মার্করাম। ১৯ বলে ২৬ রান করেন দলের অধিনায়ক। এরপরে প্রিটোরিয়া ক্যাপিটালস লড়াই-এ ফেরার চেষ্টা করলেও সেভাবে সফল হতে পারেনি। শেষ পর্যন্ত রান তাড়া করতে নেমে লক্ষ্যকে সহজ করে ফেলেছিল সানরাইজার্স। প্রথমবারের দক্ষিণ আফ্রিকা টোয়েন্টি লিগ চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।