একে তো রাওয়াপিন্ডি টেস্টে হেরে প্রবল চাপে পাকিস্তান। তার উপর দ্বিতীয় টেস্টের আগে জোর ধাক্কা খেল পাক শিবির। মুলতান টেস্টে বাবর আজমরা পাচ্ছেন না দলের নির্ভরযোগ্য পেসারকে।
প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় বলের উপর পা দিয়ে চোট পেয়ে বসেন হ্যারিস রউফ। প্রথম ইনিংসে মাত্র ১৩ ওভার বল করেন তিনি। ৭৮ রানে খরচ করে ১টি উইকেট নেন। চোট পাওয়ার পরে ব্যাট করতে নামলেও বল হাতে নেননি রউফ। ফিল্ডিংও করেননি।
এই চোটের জন্যই মুলতানের দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারবেন না হ্যারিস। এমনকি বাকি সিরিজেই তিনি অনিশ্চিত। উল্লেখ্য, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের যে চারজন ক্রিকেটারের টেস্ট অভিষেক হয়, হ্যারিস তাঁদের মধ্যে একজন। সেদিক থেকে অভিষেক টেস্টের স্মৃতি মোটেও মধুর হল না রউফের।
আরও পড়ুন:- PAK vs ENG: অর্ডারি পিচ হাতে পাননি, ম্যাচ হেরে ক্ষোভ উগড়ে দিলেন বাবর আজম
শাহিন আফ্রিদি নেই। এবার হ্যারিস রউফ চোট পেয়ে বসায় ১৮ জনের প্রাথমিক স্কোয়াডের বাইরে থেকে নতুন কোনও পেসারকে দলে নেওয়ার কথা ভাবতে পারে পাকিস্তান। স্কোয়াডে যথাযথ পেস বিকল্প হিসেবে পাকিস্তানের হাতে রয়েছে মহম্মদ ওয়াসিম জুনিয়র। তবে এক্ষেত্রে চাপে পড়েই হাসান আলি কিংবা মহম্মদ আব্বাসকে ফেরানোর কথা বিবেচনা করতে পারেন বাবর আজমরা।
মহম্মদ ওয়াসিমকে পাকিস্তান মুলতানে মাঠে নামালে চলতি সিরিজে পাঁচজন পাক ক্রিকেটারের টেস্ট অভিষেক হবে। হ্যারিস রউফ ছাড়াও রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের জার্সিতে প্রথমবার টেস্ট খেলতে নামেন মহম্মদ আলি, সউদ শাকিল ও জাহিদ মাহমুদ।
আরও পড়ুন:- PAK vs ENG: বাঁ-হাতে ব্যাট করে রাওয়ালপিন্ডির বাইশগজকে হেয় করলেন জো রুট, ভিডিয়ো
মহম্মদ আলি প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৪টি উইকেট নেন। স্পিনার জাহিদ দুই ইনিংস মিলিয়ে ৬টি উইকেট নিলেও বিস্তর রান খরচ করেন। শাকিল দুই ইনিংস মিলিয়ে ১১৩ রান সংগ্রহ করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।