ছেলেবেলা থেকেই লেগ স্পিনার হওয়ার স্বপ্ন, পাকিস্তানের হয়ে টেস্ট খেলার স্বপ্ন, অথচ বছর পাঁচেক আগে পর্যন্ত চিনতেন না আব্দুল কাদিরকে! পাঁচ বছর আগে পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির তৎকালীন কোচ মুস্তাক আহমেদ যখন ১৯ বছরের আব্রার আহমেদকে জিজ্ঞাসা করেছিলেন কিংবদন্তি কাদিরের প্রসঙ্গে, তরুণ ক্রিকেটারের প্রতিক্রিয়া ছিল, ‘আগে কখনও নাম শুনিনি।’ সঙ্গত কারণেই আব্রারের জবাব শুনে হাসবেন না কাঁদবেন, বুঝে উঠতে পারেননি মুস্তাক।
পাঁচ বছর পরে ছবিটা যে এভাবে বদলে যাবে, কেই বা ভাবতে পেরেছিল! পিএসএল খেলা হয়ে গিয়েছে। তিন ফর্ম্যাটেই পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে মাঠে নামেন। তবে ফার্স্ট ক্লাস ক্রিকেটের দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদেই আব্রার ডাক পেয়ে যান পাকিস্তানের জাতীয় দলে। বৃহস্পতিবার কোচ সাকলাইন মুস্তাকের কাছ থেকে জানতে পারেন, মুলতানে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হচ্ছে তাঁর।
ম্যাচের আগে আব্রার পাকিস্তানের টেস্ট ক্যাপ হাতে পান কোচের কাছ থেকেই। মাঠে নামার পরেই তিনি গড়ে ফেলেন ইতিহাস। মুলতান টেস্টের প্রথম সেশনেই ৫টি উইকেট তুলে নেন আব্রার। প্রথম দিনের দ্বিতীয় সেশনে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৮১ রানে। আব্রার একাই দখল করেন ৭টি উইকেট।
আরও পড়ুন:- PAK vs ENG: অভিষেকেই ৫ উইকেট, তাও আবার টেস্টের প্রথম ২ ঘণ্টাতেই, দুর্দান্ত নজির পাক স্পিনারের
উল্লেখযোগ্য বিষয় হল, জাহিদ মাহমুদের জন্য মহম্মদ জাহিদের দুর্দান্ত এক রেকর্ড ভাঙা হয়নি আব্রারের। মুলতান টেস্টের প্রথম ইনিংসে আব্রার ২২ ওভার বল করে ১টি মেডেন-সহ ১১৪ রানের বিনিময়ে ৭টি উইকেট দখল করেন। অল্পের জন্য অভিষেক টেস্টে পাকিস্তানের কোনও বোলারের সেরা বোলিং পারফর্ম্যান্সের রেকর্ড হাতছাড়া হয় আব্রারের। ১৯৯৬ সালে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে মহম্মদ জাহিদ ৬৬ রানের বিনিময়ে ৭টি উইকেট নিয়েছিলেন।
মুলতানে তুলনায় একটু বেশি রান খরচ করে বসেন আব্রার। একসময় দলের হয়ে প্রথম ৭টি উইকেট নিয়েছিলেন তিনিই। তবে শেষ ৩টি উইকেট পকেটে পোরেন জাহিদ মাহমুদ। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭টির বেশি উইকেট সংগ্রহ করা সম্ভব হয়নি আব্রারের।
আরও পড়ুন:- IND-A vs BAN-A: ইনিংস হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ, সিরিজ জিতল ভারতীয়-এ দল
অভিষেক টেস্টে কোনও পাক বোলারের সেরা পারফর্ম্যান্স:-১. মহম্মদ জাহিদ: ৬৬ রানে ৭ উইকেট (বনাম নিউজিল্যান্ড, ১৯৯৬)।২. মহম্মদ নাজির: ৯৯ রানে ৭ উইকেট (বনাম নিউজিল্যান্ড, ১৯৬৯)।৩. আব্রার আহমেদ: ১১৪ রানে ৭ উইকেট (বনাম ইংল্যান্ড, ২০২২)।
ইংল্যান্ড প্রথম ইনিংসে ৫১.৪ ওভার ব্যাট করে ২৮১ রান তোলে। জ্যাক ক্রাউলি ৩৭ বলে ১৯, বেন ডাকেট ৪৯ বলে ৬৩, ওলি পোপ ৬১ বলে ৬০, জো রুট ১১ বলে ৮, হ্যারি ব্রুক ২১ বলে ৯, বেন স্টোকস ৩৮ বলে ৩০, উইল জ্যাকস ৪৪ বলে ৩১, ওলি রবিনসন ১৪ বলে ৫, মার্ক উড ২৭ বলে ৩৬, জ্যাক লিচ ১ বলে ০ ও জেমস অ্যান্ডারসন ৭ বলে ৭ রান করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।