
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
টোকিওয় মহিলাদের ব্যাডিম্যান্টনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন ব়্যাঙ্কিংয়ে বিচারে বিশ্বের সেরা দুই শাটলার। সেমিফাইনালে পিভি সিন্ধুকে হারানো এক নম্বর তারকা চাইনেজ তাইপের তাই জু-ইংয়ের বিরুদ্ধে কোর্টে নেমেছিলেন দুই নম্বর বাছাই চিনের চেন ইউ ফেই।
দুই উচ্চ স্তরের ব্যাডমিন্টন তারকার মধ্যে টানটান লড়াইয়ের আশায় ছিল দর্শকরা। শাটলাররা দর্শকদের একদমই হতাশ করেননি। ২১-১৮ ব্যবধানে চেন ইউ ফেই প্রথম গেম নিজের নামে করলেও, দ্বিতীয় গেমে ফিরে আসেন জু-ইং। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৯-২১ জিতে নেন দ্বিতীয় গেম।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
তৃতীয় সেটে শুরুটা একটু পৃথকভাবে হয়। চিনা শাটলার বড় লিড নিয়ে অনেকটাই এগিয়ে যান। কিন্তু আবারও লড়াই করে দুরন্তভাবে ম্যাচে ফিরে আসেন জু-ইং। তবে শেষ রক্ষা হয়নি। চেন ইউ ফেই ২১-১৮ স্কোরে গেম ও ম্যাচ জিতে স্বর্ণপদক সুনিশ্চিত করেন। এই নিয়ে দুই তারকার মুখোমুখি ১৯ নম্বর সাক্ষাৎ-এ মাত্র চতুর্থবার জিতলেন চেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
৳7,777 IPL 2025 Sports Bonus