টেনিসের সিঙ্গলসে রীতিমতো হতাশ করেছেন সুমিত নাগাল। ডাবলসে আবার রোহন বোপান্না ও শ্রীরাম বালাজিও ভারতের স্বপ্ন ভেঙে দিয়েছেন। অলিম্পিক্সের প্রথম রাউন্ড থেকেই এই তিন তারকা ছিটক গিয়েছেন। আর প্যারিস অলিম্পিক্সে টেনিসে পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ডেই বোপান্না এবং বালাজির হার গ্যালারিতে বসে দেখলেন ভারতের প্রাক্তন ক্রিকেট কোচ রাহুল দ্রাবিড়।
পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ডে রোহন বোপান্না এবং এন শ্রীরাম বালাজি জুটি ৫-৭, ২-৬-এ হেরেছেন ফ্রান্সের গেইল মনফিলস এবং এডুয়ার্ড রজার-ভ্যাসেলিন জুটির কাছে। স্বাভাবিক ভাবেই ভারতীয় ভক্তদের মতোই হতাশ হন দ্রাবিড়ও। বৃষ্টির কারণে দেরী করে খেলা শুরু হয়েছিল। প্রথমে তাঁদের প্রতিপক্ষ যাঁরা ছিল, সেই জুটি বদল করে ফ্রান্স। তাতেও হেরে যায় মনফিলস এবং এডুয়ার্ড রজার জুটি।
আরও পড়ুন: ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করতেন, রাতে শুধু ঘুমোতে বাড়ি ফিরতেন… উচ্ছ্বসিত মনু ভাকেরের বাবা-মা
বোপান্নাদের খেলা দেখতে গিয়েছিলেন দ্রাবিড়। গ্যালারিতে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে। যদিও দিনের শেষে হতাশ হয়েই ফিরতে হয়েছে দ্রাবিড়কে। বোপান্নাদের খেলা দেখার পাশাপাশি গেমস ভিলেজে ভারতের খেলোয়াড়দের সঙ্গেও দেখা করেন দ্রাবিড়।
আসলে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী অলিম্পিক গেমস। আর যে গেমসে ক্রিকেটকে ইতিমধ্যেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং বিষয়টি নিশ্চিত করাও হয়েছে। এখন অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্তির পর, এটি প্যারিসের ইন্ডিয়া হাউসে উদযাপন করা হবে। এর জন্য একটি বিশেষ প্যানেল তৈরি করা হয়েছে, যাতে ভারতীয় ক্রিকেট দলের সদ্য প্রাক্তন হওয়া কোচ রাহুল দ্রাবিড়ও রয়েছেন। আর এর জন্য প্যারিস উড়ে গিয়েছেন রোহিত শর্মাদের প্রাক্তন কোচ।
আরও পড়ুন: সাধারণ মানের, জঘন্য… ভারতীয় ক্রীড়াবিদদের পোশাক বিতর্কের আগুনে ঘি যোগ জ্বলার
দ্রাবিড় ২০২৮ সালের অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তিকে ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করেছেন। ইন্ডিয়া হাউসে, প্যারিস ২০২৪ অলিম্পিক্সে ভারত উদযাপনে অংশ নিয়ে দ্রাবিড় বলেছেন, ‘আপনি যদি খেলাধুলাকে আমার মতো ভালোবাসেন, তাহলে আপনি অলিম্পিক্সের সঙ্গেই বেড়ে উঠবেন। আমার প্রথম স্মৃতি কার্ল লুইসের অলিম্পিক্সে জয়ী হওয়া এবং ভারতে বসে টেলিভিশনে তা দেখেছি। এই মহান ক্রীড়াবিদদের পারফরম্যান্স এবং খেলা দেখার জন্য আমরা টেলিভিশন সেটে আটকে থাকতাম। সব সময়ে একটি মহান ইভেন্টের অংশ হতে চাইবে সকলে। ক্রিকেটের অন্তর্ভুক্তিও দারুণ বিষয়। এই ধরনের পরিবেশে থাকা, এই উত্তেজনা আরও অনুভব করা, যে কোনও ক্রীড়াবিদের জন্য একটি স্বপ্ন পূরণ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।