শুভব্রত মুখার্জি: চলতি প্যারিস অলিম্পিক গেমসে ভারত ইতিমধ্যেই তিনটি পদক জিতে নিয়েছে। তিনটিই ব্রোঞ্জ পদক জিতেছে তারা। তিনটি পদক এসেছে শুটিং থেকে। যেখানে দুটি পদক জিতেছেন ২২ বছর বয়সী মনু ভাকের। তিনি মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল এবং ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে দুটি ব্রোঞ্জ পদক পেয়েছেন। ভারতের তৃতীয় পদকটি এসেছে বৃহস্পতিবারেই। এসেছে শুটিং থেকেই। পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ফাইনালে প্রথম বার উঠেই প্রথম ভারতীয় হিসাবে পদক জিতেছেন স্বপ্নিল কুসালে। আর ভারতের এই পদক জয়ের দিনেই সেই শুটিং রেঞ্জ থেকেই এল হতাশার খবর। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের মেয়েদের ব্যক্তিগত বিভাগের ফাইনালে কোয়ালিফাই করতে ব্যর্থ হল ভারতীয় শুটাররা।
আরও পড়ুন: ৯ বছর ধরে আটকে পদোন্নতির ফাইল, স্বপ্নিল ব্রোঞ্জ জিততেই ডাবল প্রোমোশনের ঘোষণা রেলের
ভারতীয় দলের হয়ে এদিন প্রতিনিধিত্ব করতে নেমেছিলেন অঞ্জুম মৌদগিল এবং সিফত কৌর সামরা। তারা এদিন ভারতকে সুখবর এনে দিতে পারল না। এদিন অঞ্জুম শেষ করলেন ১৮তম স্থানে। আর সিফতের পারফরম্যান্স আরও হতাশাজনক। তিনি শেষ করেছেন ৩১তম স্থানে। এটি অঞ্জুমের কেরিয়ারে দ্বিতীয় অলিম্পিক গেমস। তিনি তাঁর দ্বিতীয় গেমসে কোয়ালিফিকেশন রাউন্ডে স্কোর করলেন ৫৮৪ পয়েন্ট। যার মধ্যে ছিল ২৬ টি 'ইনার' ১০। অর্থাৎ মাঝখানের বৃত্তের একেবারে কাছে শুট করেছেন ২৬ বার। অন্যদিকে সিফত কৌর সামরা স্কোর করেছেন ৫৭৫। তিনি শুট করেছেন ২২ টি 'ইনার' ১০। যা যোগ্যতা অর্জনের জন্য যথেষ্ট ছিল না। দুই শুটারের শুটিংয়ে এদিন ধারাবাহিকতার অভাব দেখা যায়।
আরও পড়ুন: স্বপ্নিলের স্বপ্নপূরণ, প্রথম বার থ্রি পজিশন রাইফেলে মেডেল ভারতের, শুটিংয়ে হল রেকর্ড তিন পদক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।