পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড দল এখন পর্যন্ত অসাধারণ পারফর্ম করেছে। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের দখলে করেছে তারা। আমরা আপনাকে বলি যে ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচে রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানকে ৭৪ রানে পরাজিত করেছিল এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি মুলতানে খেলা হয়েছিল যেখানে বাবর আজম এবং তাঁর দলকে ২৬ রানে পরাজিত করে ছিল টিম ইংল্যান্ড।
ইংল্যান্ডের হয়ে সব খেলোয়াড়ই ভালো পারফর্ম করেছে, বিশেষ করে অভিজ্ঞ বোলার জেমস অ্যান্ডারসন এই বয়সেও দারুণ পারফর্ম করেছেন। জেমস অ্যান্ডারসন প্রথম টেস্টে উভয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন এবং দ্বিতীয় টেস্টে উভয় ইনিংসে ৩ উইকেট নিয়েছেন। দ্বিতীয় টেস্ট ম্যাচে মহম্মদ রিজওয়ানকে সেরা বলে আউট করে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন এই ব্রিটিশ তারকা। জেমস অ্যান্ডারসনের এই বলের প্রশংসা করেছেন সমস্ত ভক্তরা। তৃতীয় ও শেষ টেস্টে অ্যান্ডারসনকে বিশ্রাম দেওয়া হয়েছে যদিও তাঁকে দলের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনের সঙ্গে মজা করতে ও আড্ডা দিতে দেখা গিয়েছে।
আরও পড়ুন… রিচার্লিসনের ট্যাটু না-পসন্দ নেইমারের, মুছতে দিলেন প্রায় ২৭ লাখ টাকা
আপনাকে বলে রাখি, ২০০২ সালে, নাসের হুসেনের অধিনায়কত্বে তার আন্তর্জাতিক অভিষেক করেছিলেন জেমস অ্যান্ডারসন। নাসের হুসেন এবং জেমস অ্যান্ডারসনের মধ্যে একটি খুব মজার কথোপকথন প্রত্যক্ষ করা হয়েছিল। স্কাই স্পোর্টস ক্রিকেটের একজন অ্যান্ডারসনকে জিজ্ঞাসা করেছিলেন নাসের হুসেন এবং বর্তমান ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের মধ্যে পার্থক্য কী? যার জবাবে জেমস অ্যান্ডারসন বলেন, ‘স্টাইলের পার্থক্য আছে। মাঠে একটু সিরিয়াস থাকতেন নাসের। এমন আরামদায়ক পরিবেশ কখনও ছিল না। নাসের হুসেনও এর সুযোগ নেন।’
আরও পড়ুন… Melbourne Derby Violence: মেলবোর্ন ডার্বিতে মাঠেই তাণ্ডব! বালতি দিয়ে মারে রক্ত ঝরল গোলকিপারের: ভিডিয়ো
আপনাকে বলে রাখি, জেমস অ্যান্ডারসন এখনও পর্যন্ত ১৭৭টি টেস্ট ম্যাচে ৬৭৫টি উইকেট শিকার করেছেন। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুই নম্বরে থাকা শেন ওয়ার্নের ৩৩টি উইকেট পিছিয়ে রয়েছেন জেমস অ্যান্ডারসন। এক নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি বোলার মুরালিধরন। তিনি ১৩৩ টেস্টে ৮০০ উইকেট শিকার করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।