২০২৩ আইপিএলের মিনি নিলামের আসর বসেছিল কোচিতে। এবারের এই নিলামে ইংল্যান্ডের খেলোয়াড়দের আধিপত্য দেখা গেল। নিলামে চেন্নাই সুপার কিংস ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে ১৬.২৫ কোটি টাকায় কিনেছে। এর পর এবার বড় দাবি করলেন মিস্টার আইপিএল খ্যাত সুরেশ রায়না। রায়না বলছেন, চেন্নাই সুপার কিংস এবার হয়তো বেন স্টোকসের হাতে অধিনায়কত্ব তুলে দিতে পারে। নিলামের সময় বিশেষজ্ঞ হিসেবে বসে সুরেশ রায়না বলেন, ভবিষ্যতের কথা মাথায় রেখেই বেন স্টোকসকে কেনার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। তিনি আরও বলেন, বেন স্টোকসের হাতেই হয়তো অধিনায়কত্ব তুলে দিতে পারেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।
আরও পড়ুন…. IPL Auction 2023: ভাষায় নয়, CSK-এর হলুদ রং দিয়েই নিজের মনের অনুভূতি প্রকাশ করলেন বেন স্টোকস
চেন্নাই সুপার কিংস বেন স্টোকসকে ১৬.২৫ কোটি টাকায় কিনে তাদের দলে অন্তর্ভুক্ত করেছে। বেন স্টোকসের জন্য আইপিএলে এটাই সবচেয়ে বড় দর। ২০১৭ সালের শুরুতে, রাইজিং পুনে সুপারজায়ান্টস এটি ১৪.৫ কোটি টাকায় কিনেছিল তাঁকে। সেই সময় তিনি আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন। এবারের আইপিএল ২০২৩ নিলামে, চেন্নাই সুপার কিংস নিশান্ত সান্ধুকে ৬০ লক্ষ টাকায়, শেখ রশিদকে ২০ লক্ষ টাকায়, আজিঙ্কা রাহানেকে ৫০ লক্ষ টাকায় এবং বেন স্টোকসকে ১৬.২৫ কোটি টাকায় কিনেছে।
আরও পড়ুন…. IPL 2023 Auction: ভেঙে চুরমার অতীতের সব রেকর্ড, আইপিএল নিলামে অজি ক্রিকেটারদের মধ্যে সব থেকে দামি গ্রিন