রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফিল্ডিং করতে নেমে পুরনো মেজাজে পাওয়া গেল বিরাট কোহলিকে। তাঁর রিফ্লেক্স, শিকারির মতো নজর, দুরন্ত ফিটনেস- কিছুই যে হারায়নি, তা আবার প্রমাণ করে দিলেন কিং কোহলি। মঙ্গলবার ট্রেন্ট বোল্টের ক্যাচ ধরে তাক লাগিয়ে দেন কোহলি।
১৮তম ওভারে বল করতে এসেছিলেন হার্ষাল প্যাটেল। প্রথম বলেই ক্যাচটি তোলেন বোল্ট। নিঃসন্দেহে কঠিন ক্যাচ ছিল। বিরাট কোহলি বলটি লক্ষ্য করে সামনে এগিয়ে যান। তার পর সামনের দিকে লাফ মেরে পাল্টি খেয়ে ক্যাচটি ধরেন কিং কোহলি। একেবারে দুরন্ত রিফ্লেক্সে ক্যাচটি তিনি ধরেছেন। বোল্ট সাত বলে ৫ রান করে সাজঘরে ফিরে যান। বিরাট কোহলির এই ক্যাচ দেখে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। খুশি ক্রিকেট মহল।
আরও পড়ুন: IPL-এ ব্যর্থ তারকা ভারতীয় ক্রিকেটারদের তালিকাটা বেশ বড়, T20 WC-এর আগে চাপে BCCI
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।