RCB vs MI: ছেলেটার বুকের পাটা আছে! কাউকে রেয়াত করলেন না, ছক্কা হাঁকালেন পোলার্ড, অশ্বিন, উনাদকাট, থাম্পিদের, ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 10 Apr 2022, 03:43 PM IST-
রাওয়াত ম্যাচে মুম্বই বোলারদের কাউকে রেয়াত করেননি। তিনি ইনিংসের দ্বিতীয় ওভারে পরপর জোড়া ছক্কা হাঁকান জয়দেব উনাদকাটকে। সপ্তম ওভারে ছক্কা মারেন মুরুগান অশ্বিনকে। ১১তম ওভারে অশ্বিনকে ১টি চার মারেন। ১২তম ওভারে বাসিল থাম্পিকে পরপর একটি ছয় ও ১টি চার মারেন তিনি। ১৬তম ওভারে পোলার্ডের বল তুলে গ্যালারিতে ফেলেন রাওয়াত। ১৭তম ওভারে ফের উনাদকাটকে ছক্কা হাঁকান তিনি। চলতি আইপিএলে ইতিমধ্যেই ৭টি ছক্কা হাঁকিয়েছেন অনূজ। বোঝাই যাচ্ছে যে, ভবিষ্যতের তারকা হয়ে ওঠার সবরকম রসদ রয়েছে অনূজের মধ্যে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।