শুভব্রত মুখার্জি: পরপর চার ম্যাচে হার। একেবারে দেওয়ালে পিঠ ঠেকে যেতে বসেছিল কলকাতা নাইট রাইডার্স দলের। সেই সময়েই বুধবার যেন কিছুটা অক্সিজেন পেল তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠ চিন্নাস্বামীতে ২১ রানের ব্যবধানে জয় পেল নাইটরা। জয়ের ফলে কিছুটা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল কেকেআর। ম্যাচ শেষে গুমোট পরিস্থিতি কাটার ইঙ্গিত পাওয়া গেল অধিনায়ক নীতীশ রানার গলাতেও। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘শেষ ৩-৪ ম্যাচে টসের সময়ে এক কথাই বলেছি। আমি বরাবর বলেই দলগতভাবে খেললে ম্যাচে ফলাফল আমাদের পক্ষে যাবে।’
আরও পড়ুন: ICC T20 Rankings-এ ব্যাটারদের তালিকায় একে সূর্য, কোহলি-রোহিতদের খুঁজে পাওয়া কঠিন
আরসিবি-কে হারানোর পরে কেকেআর অধিনায়ক নীতীশ রানা বলেছেন, ‘শেষ ৩-৪ ম্যাচে টসের সময়ে এক কথাই বলে এসেছি আমি। বারবার সেটা বলেছি। দলগত ভাবে খেললে ম্যাচের ফলাফল আমাদের পক্ষে যাবে, এটা বিশ্বাস ছিল। আমাদের এই মুহূর্তে যা পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে ড্রেসিংরুমে আমাদের এমন কিছু চরিত্র দরকার ছিল যারা আমাদের এই পারফরম্যান্স করতে উজ্জীবিত করবে। আমাদের মনের মধ্যে এই বিশ্বাসটা সব সময়ে ছিল যে, আমরা কামব্যাক করতে পারব। আমাদের লক্ষ্য ছিল, আজ বোর্ডে একটা ভালো স্কোর করা। আর আমরা সেটা করতে সমর্থ হয়েছি।’
তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয়েছিল এই উইকেটে দ্বিতীয় ইনিংসে বল ঘুরতে পারে। কারণ আমরা যখন ব্যাট করছিলাম, তখন বল থমকে থমকে বল আসছিল। তাছাড়াও দ্বিতীয় ইনিংসে খুব বেশি শিশির পড়েনি। ফলে আমার ধারণা হয়, পিচে বল স্পিন করবে। তবে বল বিরাট কিছু স্পিন করেনি। তবে আমরা দুর্দান্ত বোলিং করেছি।’ সুয়াস শর্মা নিয়ে বলতে গিয়ে রানা বলেছেন, ‘দলের যখন দরকার পড়েছে তখন ও সামনে এগিয়ে এসেছে। সব সময়ে আমাদেরকে ও বলে, আমি চাপ নিয়ে কাজটা করে দিতে পারব। আমরা সব সময়ে ওকে এটা বলি যে, তোমার বিরুদ্ধে কে ব্যাট করছে সেটা দেখো না। তুমি তোমার কাজটা করে যেও। নিজের বোলিংয়ের উপর ফোকাস কর।’ প্রসঙ্গত এ দিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ২০০ রান করে কেকেআর। জেসন রয় ৫৬ এবং নীতীশ রানা ৪৮ রানের দু'টি ঝোড়ো ইনিংস খেলেন। জবাবে বিরাট কোহলির ৫৪ রান সত্বেও, আরসিবি ১৭৯ রানের বেশি করতে পারেনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।