টানা পাঁচ ম্যাচে হারের পর শেষমেষ জয়ের মুখ দেখল কেকেআর। রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রেখেছে কলকাতা নাইটরাইডার্স। গতকালের ম্যাচ জিতে লিগ টেবিলে একধাপ ওপরে উঠে সাত নম্বরে পৌঁছেছে কেকেআর। এর ফলে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা বেড়ে ৮ শতাংশ হয়েছে। এর আগে গত ম্যাচে হারের পর কেকেআরের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ছিল মাত্র ৩ শতাংশ!
অঙ্কের হিসেবে প্লে-অফে যাওয়া নিশ্চিত করতে হলে কেকেআর-কে নিজেদের বাকি চারটে ম্যাচের সবকিটেতেই জিততে হবে। বর্তমান পরিস্থিতিতে প্লে-অফে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলেছে গুজরাত টাইটানস। হার্দিক পান্ডিয়ার দলের প্লে অফে যাওয়ার সম্ভাবনা ৯৯.৬ শতাংশ। শীর্ষে থাকা টাইটানস ৯ ম্যাচের মধ্যে ৮টিতেই জিতেছে। পয়েন্ট সকলের চেয়ে বেশি।
আরও পড়ুন: 'মন বলছিল যে KKR-কে জিতিয়ে দেব', RR ম্যাচের আগেই হাতে ‘৫০ নট আউট’ লেখেন রিঙ্কু
এদিকে টানা দুই ম্যাচ হেরেও লিগ টেবিলে তৃতীয় স্থানে থেকে গিয়েছে রাজস্থান। সঞ্জুর দলের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ৮৩ শতাংশ থেকে কমে ৬৯ শতাংশ হয়েছে। রাজস্থান রয়্যাল ৯ ম্যাচ ৬টিতে জিতে ১২ পয়েন্টে আছে। এদিকে লখনউ ১০ ম্যাচের মধ্যে ৭টিতে জিতেছে। ৩টিতে হেরেছে। পয়েন্ট ১৪। তাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ৯২ শতাংশ। এদিকে ৯ ম্যাচে ১০ পয়েন্টে দাঁড়িয়ে সানরাইডার্স হায়দরাবাদ। তাদেরও প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ৫১ শতাংশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।