IPL 2023 শেষ হওয়ার পরে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সাময়িক বিশ্রামে রয়েছেন নাইট তারকা। যদিও ব্যাট-বল থেকে দূরে থাকা সম্ভব হল না কোনওভাবেই।
বেদ পাঠশালার পড়ুয়াদের সঙ্গে ক্রিকেট খেলছেন বেঙ্কটেশ আইয়ার। ছবি- ইনস্টাগ্রাম।
খালি গা, পরনে ধুতি। দূর থেকে দেখে বোঝার উপায় নেই ইনি কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার। তবে নিজে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে বেঙ্কটেশ আইয়ার জানান দিলেন যে, পাঠশালার কচিকাঁচাদের সঙ্গে ক্রিকেট খেলে দারুণ কিছুটা সময় কাটালেন তিনি।
আইপিএল ২০২৩ শেষ হওয়ার পরে আপাতত প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সাময়িক বিশ্রামে রয়েছেন বেঙ্কটেশ আইয়ার। এখনই নতুন মরশুমের প্রস্তুতি শুরু করার প্রশ্ন নেই। এমন ছুটির মেজাজে থাকা বেঙ্কটেশ তামিলনাড়ুর কাঞ্চিপুরমে একটি মন্দিরে গিয়েছিলেন। সেখানে বেদ পাঠশালার পড়ুয়াদের সঙ্গে মন্দির চত্বরেই ব্যাট-বল নিয়ে খেলায় মেতে ওঠেন আইয়ার।
পাঠশালার পড়ুয়াদের সঙ্গে নিজের ক্রিকেট খেলার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আইয়ার লেখেন, ‘খেলাটার জন্য ভালোবাসা অবিশ্বাস্য। কাঞ্চিপুরমে বেদ পাঠাশালার এই সব পড়ুয়াদের সঙ্গে দারুণ সময় কাটল।’
বেঙ্কটেশ আইয়ারের আইপিএল ২০২৩ অভিযান মন্দ কাটেনি। যদিও গোটা টুর্নামেন্টে তাঁকে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে ব্যবহার করেছে কলকাতা নাইট রাইডার্স। একটিও ম্যাচে বেঙ্কটেশকে দিয়ে বল করায়নি কেকেআর। অথচ ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-২০ ক্রিকেটে ৪২টি উইকেট রয়েছে তাঁর। বেঙ্কটেশকে একাধিক ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামতে দেখা যায়।
বেঙ্কটশ আইয়ার এবারের আইপিএলে ১৪টি ম্যাচে ব্যাট করতে নেমে ২৮.৮৫ গড়ে দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৪০৪ রান করেন। ১৪৫.৮৪ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন তিনি। মারেন ৩২টি চার ও ২১টি ছক্কা। ২টি হাফ-সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি করেন তিনি। এবছর কেকেআরে বেঙ্কটেশের থেকে বেশি রান সংগ্রহ করেছেন কেবল রিঙ্কু সিং (৪৭৪) ও ক্যাপ্টেন নীতীশ রানা (৪১৩)।
বেঙ্কটেশ আইয়ার টিম ইন্ডিয়ার হয়ে এখনও পর্যন্ত ২টি ওয়ান ডে ও ৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটে ১৩৩ রান করার পাশাপাশি ৫টি উইকেটও নিয়েছেন তিনি। সব মিলিয়ে ১২টি ফার্স্ট ক্লাস, ৩২টি লিস্ট-এ ও ৯৪টি টি-২০ ম্যাচ খেলেছেন বেঙ্কটেশ। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৫৮৫, লিস্ট-এ ক্রিকেটে ১২৫২ ও টি-২০ ক্রিকেটে ২১৭৭ রান সংগ্রহ করেছেন তিনি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৭টি, লিস্ট-এ ক্রিকেটে ১৯টি ও টি-২০ ক্রিকেটে সাকুল্যে ৪২টি উইকেট নিয়েছেন আইয়ার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।